শনিবার সন্ধ্যায় ময়দানের গুরুসদয় রোডের সেনাদের পরিচারিকাদের আবাসনে ৬ তলা থেকে পড়ে মৃত্যু হল এক ৬ বছরের শিশুর। সূত্রে খবর, তিন বছরের বোনের সঙ্গে ঘরের বাইরেই খেলছিল ছ’বছরের বাচ্চা। সেই সময় মা ছিলেন ঘরের ভিতর। বাইরে ছেলেমেয়েদের খেলার শব্দ শুনতেও পাচ্ছিলেন। কিন্তু আচমকাই মায়ের কানে পৌঁছায় তাঁর তিন বছরের প্রচণ্ড কান্নার আওয়াজ। প্রথমে মা ভেবেছিলেন হয়তো দাদার সঙ্গে খুনসুটি করছে। কিন্তু আদতে ঘটনা তা ছিল না। তিন বছরের মেয়ে চিৎকার করে জানায়, ‘মা দাদা পড়ে গিয়েছে।’ এরপরই মায়ের নজরে আসে সিঁড়ির রেলিংয়ের ফাঁক দিয়ে একেবারে ছ’তলা থেকে নিচে পড়ে গিয়েছে ছেলে। রক্তে ভেসে যাচ্ছে মেঝে।
এদিকে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গুরুসদয় রোডে রয়েছে সেনাদের পরিচারিকাদের আবাসন। সেখানেই বাবা-মায়ের সঙ্গে থাকত ছ’বছরের যোগেশ নায়েক। জানা যাচ্ছে, বোনের সঙ্গে ঘরের সামনেই খেলছিল। যোগেশদের ঘর ছ’তলায়। ঘরের সামনে রেলিং। বোনের সঙ্গে খেলতে খেলতে রেলিংয়ের ফাঁক দিয়ে নিচে পড়ে যায়। বোনের চিৎকার শুনতে পেয়েই ছুটে আসেন তার মা। আবাসনের অন্যান্য বাসিন্দারাও আসেন ঘটনার কথা জানতে পেরে। দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চিকিৎসকরা মাথায় গুরুতর চোট, অতিরিক্ত রক্তক্ষরণের জন্যই মৃত্যু হয়েছে শিশুটির।