কলকাতা : এই নিয়ে পঞ্চম বার। রাজ্য সরকারের তরফে ফের বৈঠকে যোগদানের জন্য জুনিয়র চিকিৎসকদের আহ্বান জানানো হয়েছে। সোমবার বিকেল পাঁচটা নাগাদ ওই বৈঠকটি হবে। তবে তার পনেরো মিনিট আগে প্রতিনিধি দলকে পৌঁছে যেতে হবে বলে ওই চিঠিতে মুখ্যসচিব সবিস্তারে জানিয়েছেন।
দক্ষিণ কলকাতার কালিঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনেই আজকের ওই বৈঠকটি হবে। এ রাজ্যের মুখ্যসচিব ডঃ মনোজ পন্থ এই নিয়ে সোমবার সকালে চিঠি লিখেছেন এবং অব্যাবহিত পরেই তা জুনিয়র ডাক্তারদের সংগঠনের কাছে মেল করে পাঠানো হয়েছে।
পরবর্তী পর্যায়ে চিঠি লিখে চূড়ান্ত সময়ও উল্লেখ করেছেন। ই – মেল করে তা পাঠানো হয়েছে। জুনিয়র ডক্টরস ফ্রন্ট – কে লেখা ওই চিঠিতে দেশের শীর্ষ আদালতের নির্দেশ আরও একবার স্মরণ করিয়ে দিয়েছেন তিনি। গত নয় তারিখের ঘোষণা অনুযায়ী, ১০ তারিখ বিকেল পাঁচটার মধ্যেই কাজে ফিরতে আদালতের রায়ে বলা হয়েছিল। পঞ্চম এই চিঠির মাধ্যমেই তাদের এ বিষয়ে বিস্তারিত জানানো হয়েছে। শুধু তাই নয়, বেশ কিছু সময় হাতে নিয়ে এবার চিঠি পাঠানো হয়েছে।