পশ্চিমবঙ্গকে দ্বিতীয় বাংলাদেশ করতে চাইছে মুখ্যমন্ত্রী, দাবি শুভেন্দুর

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি (Mamata Banerjee) ও তার সহযোগীরা সরকার এই রাজ্যকে বাংলাদেশ ২ এ পরিণত করতে চাইছে। যে কারণে বঙ্গবন্ধুর খুনে  ফাঁসির সাজা প্রাপ্ত  খুনি, কোয়াক ডাক্তার সেজে গোবরডাঙা লুকিয়ে থাকে, কিংবা মাজেদ মাস্টার পার্ক সার্কাসে লুকিয়ে থাকে। এনআইএ (NIA) তাদেরকে ধরে বাংলাদেশের পাঠাচ্ছে। এটাই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা। ফলে বাংলার ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে। শনিবার সন্ধ্যায় উত্তর ২৪ পরগনার বারাসাত হরিতলায় বিজেপি কার্যালয়ে এসে এমনই মন্তব্য করেন রাজ্যের বিরোধী দলনেতা তথা বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। এদিন আলোরানি সরকারের প্রসঙ্গে কথা বলতে গিয়ে আরও বলেন, আলোরানি সরকার একজন বাংলাদেশী ভোটার, তাকে প্রার্থীপদ করেছে তৃণমূল। তিনি যদি ভোটে জিতে যেতেন তবে কি অবস্থাই না হত। তিনি এখানে মমতা ব্যানার্জিকে ভোট দিতেন আবার বাংলাদেশে গিয়ে খালেদা জিয়ার হয়ে প্রচার করতেন। আসলে মমতা ব্যানার্জি ও তার সহযোগীরা সরকার এই রাজ্যকে বাংলাদেশ ২ এ পরিণত করতে চাইছে। ফলে বাংলার ডেমোগ্রাফি পরিবর্তন হচ্ছে। অনুপ্রবেশ হচ্ছে বাংলার আর্থ-সামাজিক কাঠামো নষ্ট হচ্ছে। এই বিপুলসংখ্যক অনুপ্রবেশকারী ফলে বাংলার এই অবস্থা আগের সিপিএম লালন পালন করছে এখন তৃণমূল কংগ্রেস।

এই প্রসঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন এর চালু করার দাবি জানান শুভেন্দু অধিকারী। তিনি বলেন, সিএ (CA) ও এনআরসি(NRC) নিয়ে মমতার সরকার অবস্থান স্পষ্ট করা দরকার। এদিন তিনি অর্জুন সিং প্রসঙ্গেও মুখ খোলেন। শুভেন্দু অধিকারী জানান, অর্জুন সিং এর অধিকার আছে অন্য দলের চলে যাওয়ার। কিন্তু যতক্ষণ না তিনি নিজের মুখে বলছেন ততক্ষণ কিছু মন্তব্য না করাই ভালো। মুকুল রায়, বাবুল সুপ্রিয় অনেকেই বিজেপি ছেড়ে তৃণমূলে গেছেন… It’s too early to say anything. উনি কালকে কি করবেন সেটা উনি বলতে পারবেন আমি বলতে পারব না। এখন রাতে টুইট করে দল বদল করা যায়। সোশ্যাল মিডিয়া এত এগিয়েছে। আজকেও উনি বলেছেন এমন কোনো সিদ্ধান্ত হয়নি তবে জানিনা ওটা ওর মুখের কথা, না মনের কথা না। ওর সঙ্গে আমার খুব ভালো সম্পর্ক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × one =