মেডিক্যাল কলেজের পঠন পাঠন শুরু হওয়ার পর দীর্ঘ প্রায় ১৩ মাস কেটে গেছে। তবে রবিবাসরীয় সকালে বীরভূমের সিউড়ির প্রশাসনিক সভা থেকে ভার্চুয়ালি আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ছুটির দিনেও তিনি বীরভূম থেকে একাধিক প্রকল্পের সঙ্গে আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেরও ভার্চুয়ালি উদ্বোধন করেন। এদিনের উদ্বোধনী অনুষ্ঠানে হাজির ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী, আরামবাগের সাংসদ অপরূপা পোদ্দার, আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতালের অধ্যক্ষ রমাপ্রসাদ রায়, হুগলি জেলাশাসক মুক্তা আর্য, আরামবাগের মহকুমা শাসক সুভাষিনী ই সহ একাধিক বিশিষ্টজন।
উল্লেখ্য, এই উদ্বোধনের অনেক আগে অর্থাৎ গত ২০২২ সালের নভেম্বর মাসে এই মেডিক্যাল কলেজ হাসপাতালে পঠন পাঠন শুরু হয়। আর তার পর এতদিন পর এদিন মুখ্যমন্ত্রী উদবোধন করলেন। এই বিষয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেন, আমাদের বাংলার মুখ্যমন্ত্রী একাধিক প্রকল্পের পাশাপাশি এদিন আরামবাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালেরও ভার্চুয়ালি উদ্বোধন করেন। এখানে অনেক আগেই ছাত্র ছাত্রীদের কথা মাথায় রেখেই সরকারি নিয়মমতোই ২০২২ সালেই ক্লাস শুরু করে দেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা ভিত্তিক বিভিন্ন প্রকল্পগুলি একে একে করে উদ্বোধন করেন। আরামবাগ মেডিক্যাল কলেজও তার মধ্যে একটি। এই বাংলায় জনহিতকর কাজের ক্ষেত্রে আমাদের মুখ্যমন্ত্রী সব সময় দৃষ্টান্ত স্থাপন করেন।