ইস্তেহার প্রকাশ করে দিল্লির মুখ্যমন্ত্রী বললেন প্রধানমন্ত্রীর দৌড়ে তিনি নেই

শুক্রবার অন্তবর্তীকালীন জামিনে ৩ সপ্তাহের জন্য মুক্তি পেয়েছেন তিনি। তার দু’দিনের মাথায় ইস্তাহার প্রকাশ করলেন আপ সুপ্রিমো তথা দিল্লির মুখ্যমন্ত্রী অরবি¨ কেজরিওয়াল। দিল্লিতে লোকসভা নির্বাচন ষষ্ঠ দফায় ২৫ মে। তার ১৩ দিন আগে ইস্তাহার প্রকাশ করল আপ।
ইস্তাহারে ১০টি ‘কেজরিওয়ালের গ্যারান্টি’ বা প্রতিশ্রুতি পূরণের কথা জানিয়েছেন তিনি। যদি ‘ইন্ডিয়া’ জোট ক্ষমতায় আসতে পারে, তাহলে কি প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা তাঁর থাকবে? সাংবাদিক বৈঠকে অবশ্য দিল্লির মুখ্যমন্ত্রীর সাফ জবাব ছিল ‘না। আমি প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে নেই।’ নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা নিয়ে জোট সঙ্গীদের কাছে ক্ষমাও চেয়ে নিলেন তিনি। রবিবার আপ বিধায়কদের সঙ্গে একটি সাংবাদিক বৈঠক করে নির্বাচনী ইস্তাহার প্রকাশ করেন কেজরিওয়া। সেই তবে জোট ক্ষমতায় এলে তিনি ‘কেজরীওয়ালের গ্যারান্টি’ অবশ্যই পূরণ করবেন বলেও জানিয়েছেন। ইস্তাহারের প্রতিশ্রুতি নিয়ে তিনি জোটসঙ্গীদের সঙ্গে আলোচনা করেছেন কি না জিজ্ঞাসা করা হলে আপ সুপ্রিমোর বক্তব্য, তিনি ‘ইন্ডিয়া’র শরিকদের সঙ্গে এগুলি নিয়ে আলোচনা করেননি। তবে তিনি মনে করনে, ‘ইন্ডিয়া’র সদস্যদের এই নিয়ে কোনও সমস্যা হবে না। জোটসঙ্গীদের সঙ্গে এই নিয়ে আলোচনা না করার জন্য ক্ষমাও চেয়ে নেন তিনি। তিনি বলেন, ‘আমি এর জন্য ক্ষমাপ্রার্থী। সময় কম, অর্ধেক ভোট হয়ে গিয়েছে। তবে আমি জানি যে ßুñল এবং হাসপাতাল খোলা নিয়ে ওদের কোনও আপত্তি থাকবে না।’
আপ -এর ইস্তাহার বলছে, তাঁরা ক্ষমতায় এলে সারা দেশে ২৪ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করবে এবং তার মধ্যে প্রথম ২০০ ইউনিট বিদ্যুৎ বিনামূল্যে দেওয়া হবে। সবার জন্য বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা করা এবং বেসরকারি ßুñলের চেয়ে সরকারি ßুñলে উন্নত পরিষেবা প্রদান করা হবে। বাতিল করা হবে মোদি সরকারের অগ্নিবীর প্রকল্প।
কেজরিওয়ালের ইস্তোহার বলছে, ক্ষমতায় এলে বছরে দু’কোটি কর্মসংস্থানের পরিকল্পনা হবে। কৃষকরা তাঁদের ফসলের ন্যূনতম সহায়ক মূল্য পাবেন। জিতলে দিল্লি পূর্ণরাজ্য হবে বলেও ‘গ্যারান্টি’ দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 1 =