নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: বিষ্ণুপুর মেলার ৩৬ বছরের ইতিহাসে প্রথমবারের জন্য কোনও মুখ্যমন্ত্রী এই মেলার উদ্বোধন করলেন, ধামসা মাদলের আদিম তালে বিষ্ণুপুরী ধ্রুপদী সংগীতের সুরে হস্তশিল্প ও পটচিত্রের বর্ণময় বিন্যাসে পুরুলিয়া ছৌ নৃত্যের মধ্য দিয়ে শুরু হল ঐতিহ্যমণ্ডিত একটা সময়ের মল্লরাজাদের রাজধানী মন্দির নগরী বিষ্ণুপুরে ৩৬তম পর্যটন মেলা, মেলায় রয়েছে ৫০০-র অধিক স্টল, ২০০-র অধিক রয়েছে সরকারি স্টল, রয়েছে কুটির শিল্প হস্তশিল্পের বিভিন্ন সম্ভার। সবমিলিয়ে শহরবাসী থেকে শুরু করে পর্যটক, প্রত্যেকেই জমিয়ে উপভোগ করবে এই পর্যটন মেলা, ২১ থেকে ২৯ ডিসেম্বর পর্যন্ত।