সাত্বিক-চিরাগের রসায়ন মুগ্ধকর

খেলার সময়ই শুধু নয়, তার বাইরেও অনবদ্য রসায়ন। ভারতীয় ব্যাডমিন্টনের অন্যতম সফল জুটি সাত্বিকসাইরাজ রাঙ্কিরেড্ডি এবং চিরাগ শেট্টি। একের পর এক ট্রফি জিতে চলেছে ভারতীয় ব্যাডমিন্টনের এই তারকা জুটি। তবে খেলার চাপ কাটাতে প্রয়োজন বিনোদনও। তাতেও দারুণ রসায়ন। এতেও কোনও কমতি নেই। আগের দিন ম্যাচ জিতে ভাংড়া নেচেছিলেন সাত্বিক-চিরাগ। আর এ বার…। কোরিয়া ওপেন ৫০০ টুর্নামেন্ট জিতেছে সাত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটি। এ বছর তাঁদের চতুর্থ ট্রফি। কয়েক বছর আগে বিশ্বজুড়ে সুপার হিট হয়েছিল কোরিয়ান নাচের স্টাইল। এখনও সেই গান-নাচের নানা ভিডিয়ো পাওয়া যাবে। সঙ্গে জুড়ল নতুন একটা ভিডিয়ো। কোরিয়া ওপেন জিতে সমর্থকদের ভরপুর বিনোদন দিলেন সাত্বিক-চিরাগ। কোর্টেই গ্যাংনাম স্টাইল নাচ। ভারতীয় ব্যাডমিন্টন সংস্থা সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করেছে। কোরিয়া ওপেন ৫০০ জয়ের পর সাত্বিক-চিরাগ জুটির নাচ। ফাইনালে রুদ্ধশ্বাস ম্যাচ হয়েছে। প্রতিযোগিতার শীর্ষ বাছাই জুটির বিরুদ্ধে পিছিয়ে ছিলেন সাত্বিকরা। শেষ অবধি ঘুরে দাঁড়ান। সাত্বিকদের পক্ষে ম্যাচের ফল ১৭-২১, ২১-১৩, ২১-১৪। ব্যাডমিন্টন বিশ্ব ক্রমতালিকায় তিন নম্বরে রয়েছে সাত্বিকসাইরাজ-চিরাগ জুটি। গত মাসেই ইন্দোনেশিয়ান ওপেন সুপার ১০০০ জিতেছে। এ বছর চারটি ট্রফি, গত ১০ ম্যাচ অপরাজিত এই জুটি। ভারতীয়দের মধ্যে এর আগে কোরিয়া ওপেন ৫০০ ট্রফি জিতেছিলেন পিভি সিন্ধু। ২০১৭ সালে ফাইনালে জাপানের নোজোমি ওকুহারাকে হারিয়েছিলেন সিন্ধু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + nineteen =