মালদা শহরের যানজট পরিস্থিতি খতিয়ে দেখতে রাস্তায় নামলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান

মালদা শহরের যানজট সমস্যা দীর্ঘদিনের। বিগত দিনে পুলিশ ও পুরসভার পক্ষ থেকে যানজট নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়নি বলে অভিযোগ। আর এই পরিস্থিতির দিকে লক্ষ্য রেখেই মালদা শহরের যানজট পরিস্থিতি স্বাভাবিক করতে রাস্তায় নেমে তদারকি করলেন ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। শুক্রবার সকাল থেকে মালদা শহরের প্রাণকেন্দ্র রথবাড়ি এলাকার বিভিন্ন স্ট্যান্ডগুলি পরিদর্শন করেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। তাঁর সঙ্গে ছিলেন জেলা ট্রাফিক পুলিশের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শান্তিনাথ পাঁজা, বিটুল পাল সহ অন্যান্য পদস্থ কর্তারা। এদিন রথবাড়ি এলাকার চারমাথা সংযোগস্থল দেখে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। শহরের ব্যস্ততম এলাকা হিসেবে পরিচিত রথবাড়ির পরিবেশ এতটাই ঘিঞ্জি হয়ে গিয়েছে যে সাধারণ মানুষের চলাচলের ক্ষেত্রে চরম সমস্যা হচ্ছে। নির্দিষ্ট পার্কিং থাকতেও অধিকাংশ ক্ষেত্রে সেইসব পার্কিং স্ট্যান্ড মানছেন না অনেক যানবাহন চালকরা। ৩৪ নম্বর জাতীয় সড়কের এক অংশে যেমন বাজারে বসছে। ঠিক তেমনি বেআইনিভাবে বিভিন্ন ধরনের যানবাহন পার্কিং হয়ে থাকছে। এই পরিস্থিতিতে রথবাড়ি থেকে রবীন্দ্র অ্যাভিনিউ এবং সংশ্লিষ্ট এলাকাগুলি ট্রাফিক পুলিশ কর্তাদের নিয়ে তদারকি করে দেখেন চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, শহরের এইসব ব্যস্ত বহুল এলাকার ফুটপাত দখল হয়ে গিয়েছে। এখন রাস্তার কিছু অংশ দখল করে যত্রতত্র ফাস্টফুড এবং অস্থায়ী দোকান গজিয়ে উঠছে। যেখানে সেখানে বেআইনিভাবে পার্কিং করা হচ্ছে। এজন্য হামেশাই যানজট বাড়ছে। দুর্ঘটনাও ঘটছে। এই পরিস্থিতিতে পুলিশ ও প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সাধারণ পথচারীরা।
ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী বলেন, রথবাড়ি এলাকাটি শহরের প্রাণ কেন্দ্র হলেও এখানে ঘিঞ্জি পরিবেশ তৈরি হয়ে গিয়েছে। যত্রতত্র বেআইনি পার্কিং, জবর দখলে জেরবার হয়ে রয়েছে। এদিন এই ব্যস্তবহুল এলাকার বিভিন্ন অংশ তদারকি করে দেখা হয়েছে। পুলিশের সহযোগিতা নিয়ে বেআইনি পার্কিং সরিয়ে ফেলা হবে। মানুষের চলাচলের ক্ষেত্রে যাতে কোনওরকম সমস্যা না হয়, সেদিকেও পুরসভা ও প্রশাসন দেখছে। নির্দিষ্ট যানবাহন পার্কিং করা ক্ষেত্রেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। কোনওরকম ভাবে এই এলাকায় ঘিঞ্জি পরিবেশ তৈরি হতে দেওয়া যাবে না। যানজট মুক্ত করতে পুরসভা এবং প্রশাসন সব রকম ব্যবস্থা নেবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 − 3 =