ইজরায়েলি সেনার দখলে গাজার কেন্দ্রস্থল

ইজরায়েলের সেনার দখলে গাজার কেন্দ্রস্থল। এমনটাই দাবি করল তেল আভিভি। হামাস জঙ্গিরা পরিস্থিতির চাপে দক্ষিণ গাজার দিকে পালাতে শুরু করেছে। গত ৭ অক্টোবর হামাসের হামলার পর এই ঘটনাকে বড় সাফল্য হিসেবে দেখছে ইহুদি বাহিনী। এদিকে হামাসের পাশাপাশি ইরান সমর্থিত হিজবুল্লাকেও শেষ দেখে ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

ধুন্ধুমার যুদ্ধের এক মাস পূর্তিতে মঙ্গলবার টেলিভিশনে জাতির উদ্দেশে ভাষণ দেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ওই ভাষণেই হামাসের পাশাপাশি হিজবুল্লাকেও হুঁশিয়ারি দেন তিনি। বলেন, যদি হিজবুল্লা এই যুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে থাকে, তবে বড় ভুল করবে। এই সিদ্ধান্ত তাদের আয়ুষ্কালের ঝুঁকির হবে।

অন্যদিকে ইজরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইওভ গ্যালান্ট মন্তব্য করেন, হামাসকে চিরতরে ধ্বংস করতে বদ্ধপরিকর আমরা।” এর পরেই সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন, “আমাদের সেনা এখন গাজার কেন্দ্রস্থলে। গাজা এখন পর্যন্ত নির্মিত সবচেয়ে বড় সন্ত্রাসী ঘাঁটি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × 1 =