কানাডার ভারতীয় নাগরিক ও পর্যটকদের সতর্ক করল কেন্দ্র

কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিকদের সতর্ক করল ভারত সরকার। সেই দেশে ক্রমবর্ধমান বিদ্বেষমূলক অপরাধ, বিচ্ছিন্নতাবাদী হিংসা এবং ভারত-বিরোধী কার্যকলাপের প্রেক্ষিতে ভারতীয় শিক্ষার্থী ও অন্যান্য ভারতীয় নাগরিদের ‘সতর্কতা অবলম্বন করতে এবং সজাগ থাকতে’ বলেছে বিদেশ মন্ত্রক। শুক্রবার এক সরকারি বিবৃতিতে বিদেশ মন্ত্রক বলেছে, ‘এই ঘটনাগুলির বিষয়ে কানাডার সরকারকে, ভারতীয় বিদেশ মন্ত্রক এবং কানাডার ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করা হয়েছে এবং তদন্ত ও উপযুক্ত ব্যবস্থা গ্রহণের অনুরোধ করা হয়েছে।’

সম্প্রতি কানাডায় একটি হিন্দু মন্দিরকে নিশানা করেছে খলিস্তানিরা। এহেন পরিস্থিতিতে সে দেশে থাকা ভারতীয় পড়ুয়া ও পর্যটকদের জন্য সতর্কবার্তা জারি করেছে ভারতীয় বিদেশ মন্ত্রক। সেখানে স্পষ্ট বলা হয়েছে, কানাডায় ভারতবিদ্বেষ বাড়ছে। ফলে নাগরিকদের সতর্ক থাকতে হবে।

শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে জারি করা অ্যাডভাইজরিতে বলা হয়েছে,’কানাডায় দ্রুত ভারতবিদ্বেষ বাড়ছে। পাল্লা দিয়ে বৃদ্ধি পাচ্ছে ঘৃণা-অপরাধ এবং সাম্প্রদায়িক হিংসা। বিষয়টি কানাডা সরকারের কাছে তুলে ধরেছে বিদেশ মন্ত্রক ও ভারতীয় দূতাবাস। তবে এখনও পর্যন্ত অপরাধীদের সাজা হয়নি।’ ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘পরিস্থিতির কথা মাথায় রেখে কানাডায় থাকা ভারতীয় পড়ুয়া ও পর্যটকদের সতর্ক থাকার আবেদন জানানো হচ্ছে। ওটায়ার ভারতীয় হাইকমিশন বা টরন্টো কিংবা ভ্যানকুভারের ভারতীয় কনসুলেটের ওয়েবসাইটে নিজের নাম নথিভুক্ত করুন। এছাড়া, ভারত সরকারের ‘madad.giv.in’-এ নথিভুক্ত করতে পারেন ভারতীয় নাগরিকরা। এর ফলে কোনও জরুরি পরিস্থিতিতে নাগরিকদের সঙ্গে সহজে যোগাযোগ করা যাবে।’

বিদেশ মন্ত্রক আরও বলেছে, ‘এখনও পর্যন্ত এই সব অপরাধীদের বিরুদ্ধে কোনও আইনি ব্যবস্থা নেয়নি কানাডা। এই ধরণের ঘটনা ক্রমে বাড়তে থাকার প্রেক্ষিতে সেই কানাডায় বসবাসকারী ভারতীয় নাগরিক ও শিক্ষার্থীদের এবং যাঁরা ভ্রমণ বা শিক্ষার জন্য কানডা যাচ্ছেন তাঁদের পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে এবং সজাগ থাকতে বলা হচ্ছে।’

উল্লেখ্য, সম্প্রতি টরন্টোয় অবস্থিত স্বামীনারায়ণ মন্দিরের সামনে ভারতবিরোধী স্লোগান শোনা যায়। সেই সঙ্গে খলিস্তানের (Khalistan) সমর্থনে দেওয়াল লিখনও দেখা যায় সেখানে। ওঠে মন্দির ভাঙচুরের অভিযোগও। ইতিমধ্যেই এই ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছে ভারত। কানাডার প্রশাসনের কাছে নয়াদিল্লির দাবি, এবিষয়ে দ্রুত কড়া পদক্ষেপ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − one =