শিক্ষকদের বদলির মামলা গেল সুপ্রিম কোর্টে

শিক্ষকদের প্রশাসনিক বদলি সংক্রান্ত মামলা বুধবার গ্রহণ করা হল শীর্ষ আদালতের তরফ থেকে। আইনজীবী মুকুল রোহতগি-সহ বেশ কিছু বর্ষীয়ান আইনজীবী শিক্ষকদের হয়ে এই প্রশাসনিক বদলি সংক্রান্ত রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেন। আইনজীবীদের অন্যতম গৌরাঙ্গ দেবনাথ জানান, ২০১৭ সালে হঠাৎই রাজ্য সরকার সার্ভিস রুলে বদল এনে জানায়, প্রশাসনিক প্রয়োজনে রাজ্যের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষকদের বদলি করা যাবে।

এরপরই ২০২৩-এই প্রথমে ৮৫ জন, পরে ৫৫ জন শিক্ষককে কলকাতা ও তার আশেপাশের জেলা থেকে সরিয়ে দূরে বদলি করা হয়। এর বিরুদ্ধে শিক্ষকরা এবং শিক্ষক সংগঠনগুলি কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন। ডিভিশন বেঞ্চ থেকে সেই মামলা সিঙ্গল বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়। এরই প্রেক্ষিতে রাজ্য সরকার দূরবর্তী গ্রাম্য স্কুলে পর্যাপ্ত শিক্ষক না থাকার কথা বলে প্রশাসনিক বদলির পক্ষেই সওয়াল করে। এরপরই হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ মৌখিক ভাবে প্রশাসনিক বদলির কাগজ তৈরি করতে নির্দেশ দেয়। এরই বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করা হয়। এই মামলায় মামলাকারীদের দাবি, এর ফলে শিক্ষকদের আপাতত এই গ্রাউন্ডে আর বদলি করা যাবে না বলে আদালত সম্মত হয়েছে। পরবর্তী শুনানি আগামী ৯ সেপ্টেম্বর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + 19 =