ভারতে অনুষ্ঠিত হতে চলা আইসিসি ওডিআই বিশ্বকাপের জন্য বর্তমানে জিম্বাবোয়েতে বাছাইপর্ব চলছে। বাছাইপর্বে ১০ টি দলের মধ্যে খেলা হচ্ছে, যার মধ্যে রয়েছে ওয়েস্ট ইন্ডিজও। গত ২২ জুন ওয়েস্ট ইন্ডিজ বনাম নেপাল ম্যাচ খেলা হয়। যেখানে ক্যারিবিয়ান দলের আধিপত্য দেখা গিয়েছে। ম্য়াচটি জিতে গিয়েছে ক্যারিবিয়ানরা। এই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের এই খেলোয়াড় অবিশ্বাস্য এক ক্যাচ নেন, যা এখন আলোচনার শীর্ষে। ওয়েস্ট ইন্ডিজের হয়ে নেপালের ইনিংসের ২৩তম ওভার বল করছিলেন স্পিনার আকিল হোসেন। তাঁর ওভারের প্রথম বলে স্ট্রাইকে ছিলেন নেপালের কুশল মাল্লা। ওভারের প্রথম বলেই বড় শট মারার চেষ্টা করেন কুশল। তিনি একস্ট্রা কভারের দিকে বল পাঠানোর চেষ্টা করেছিলেন। কুশল সেই শট থেকে নিশ্চিত ছয় রান পেতেন যদি না কেসি কার্টি অসাধারণ ক্যাচ নিতেন। বাউন্ডারি লাইনে অবিশ্বাস্য একটি ক্যাচ নেন কার্টি। ক্যাচ ধরার পর তিনি বুঝতে পারেন বাউন্ডারি রোপ ছুঁয়ে ফেলবেন। তখন কায়দা করে বলটি বাতাসে ভাসিয়ে দেন। এর পর সীমানার বাইরে চলে যান। বলও ছিল সীমানার বাইরে বাতাসে। এরপর বাউন্ডারির বাইরে থেকে ঝাঁপ দিয়ে বল ধরে অবিশ্বাস্য ক্যাচ নেন। তাঁর ক্যাচের ভিডিয়োটি আইসিসি ইনস্টাগ্রামে শেয়ার করেছে। কেসি এই ক্যাচের জন্য ব্যপক প্রশংসিত হচ্ছেন। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নেপাল। ক্যারিবিয়ান দল প্রথমে ব্যাট করে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৩৯ রান করে। নেপালের সামনে ছিল ৩৪০ রানের লক্ষ্য। জবাবে নেপাল পুরো ৫০ ওভারও খেলতে পারেনি এবং ৪৯.৪ ওভারে ২৩৮ রান করে অলআউট হয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজ ১০১ রানে ম্যাচটি জিতে যায়।