ধাপার বর্জ্য থেকে তৈরি বায়োগ্যাসে চলবে গাড়ি!

কলকাতা: ধাপার মাঠে দিনের পর দিন জমছে আবর্জনার স্তূপ। সেই বর্জ্য ব্যবহার  করেই এবার বায়োগ্যাস তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে কলকাতা পুরসভা সূত্রে খবর।

পচনশীল আবর্জনাকে বিশেষ পদ্ধতিতে প্রক্রিয়াকরণের মাধ্যমে তৈরি হবে গ্যাস। জানা গিয়েছে, ইতিমধ্যেই কাজ অনেকটা এগিয়েছে। পুজোর আগেই চালু হয়ে যেতে পারে এই প্রকল্প। ওই বায়োগ্যাস ব্যবহার করে গাড়ি চালানোর ভাবনাচিন্তা চলছে। কলকাতা পুরসভা সূত্রে খবর, পুজোর আগেই এই ইউনিট চালু হয়ে যেতে পারে। ধাপার জঞ্জাল থেকে তৈরি হওয়া গ্যাসে প্রথমে পুরসভা নিজেদের প্রয়োজনে ব্যবহার করবে। এরপর উৎপাদন ধাপে ধাপে বাড়ানো হবে। সেই বাড়তি গ্যাস ধাপে ধাপে বিক্রি করা হবে।

তবে এই গ্যাস তৈরির মহড়া শুরু হয়ে গিয়েছে। মোটামুটিভাবে পাঁচ মেট্রিক টন করে আবর্জনা একটি সংস্থাকে দেওয়া হচ্ছে। তারা গড়ে ১৪০ কেজি করে গ্যাস তৈরি করে ফেলছে।

জানা গিয়েছে, পুরসভার বিভিন্ন গাড়ি বায়োগ্যাসের মাধ্যমে চালানোর ভাবনা রয়েছে। বায়োগ্যাসে চলতে পারে এমন গাড়ি কেনা হচ্ছে। তার ফলে পুরসভার নিজস্ব জ্বালানির খরচ অনেকটাই কমে যাবে। পাশাপাশি দিনের পর দিন ধরে ধাপায় বর্জ্যের পাহাড়ও ক্রমশ কমবে।

অপচনশীল আবর্জনা ব্যবহারে এর আগে একাধিক পরিকল্পনা নেওয়া হয়েছে। এবার পচনশীল আবর্জনা দিয়েও বায়ো গ্যাস তৈরির উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

19 − 16 =