কলকাতা: ফের বাস দুর্ঘটনা কলকাতার বুকে। বুধবার নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে উঠে পড়ল যাত্রীবাহী বাস। বাসের ধাক্কায় গুরুতর জখম হয়েছেন মেট্রোরেলের ৩ কর্মী। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের।
ঘটনাটি ঘটেছে বুধবার সকাল সাড়ে ৬টা নাগাদ। যাত্রীবোঝাই একটি বাস শিয়ালদহ থেকে ঠাকুরপুকুরের দিকে যাচ্ছিল। বিবাদী বাগের কাছে এসে হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা ছেড়ে ফুটপাথে উঠে যায় সেটি। হেমন্ত বসু সরণির ফুটপাতে সেই সময় দাঁড়িয়ে ছিলেন ইস্ট-ওয়েস্ট মেট্রোর ৩ কর্মী । বাসটি ধাক্কা মারে তাঁদের।
সূত্রের খবর, বিবাদী বাগের ওই এলাকায় ইস্ট-ওয়েস্ট মেট্রোর কাজের জন্য বেশ কিছু অস্থায়ী গুমটি তৈরি করা হয়েছিল। সেখানে কাজের সরঞ্জাম রাখা ছিল। বাসের ধাক্কায় সেই গুমটিগুলিও ভেঙে গিয়েছে। বাসের যাত্রীদের তেমন কোনও আঘাত লাগেনি বলেই সূত্র্রের খবর। যদিও এই ঘটনার জেরে দীর্ঘক্ষণ ওই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। তবে কিছুক্ষণ পরেই কলকাতা পুলিশের বিপর্যয় মোকাবিলা দল ঘটনাস্থলে পৌঁছায়। তাঁদের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।