রাতে যুবতীর দেহ উদ্ধার গরফায় বন্ধুর ফ্ল্যাট থেকে

কলকাতা : দক্ষিণ কলকাতার গরফা এলাকায় এক যুবতীর রহস্যমৃত্যুর ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

শারীরিক অসুস্থতায় মৃত্যু নাকি ঘটনার নেপথ্যে রয়েছে অন্য কিছু, তা খতিয়ে দেখা হচ্ছে। ২/৭ শহিদ নগর এলাকার এই ঘটনার তদন্ত শুরু করেছে গড়ফা থানার পুলিশ।

স্থানীয় সূত্রের খবর, বিশেষ বন্ধুর ফ্ল্যাট থেকে উদ্ধার হয় মধুরিমা রায় নামে বছর ৩৫-এর ওই যুবতীর দেহ। খুন না কি আত্মহত্যা, না কি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে যুবতীর, তা এখনও পরিষ্কার নয়। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। গরফা থানার পুলিশ সূত্রে খবর, ওই ঘটনায় এক জনকে আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিবেশীদেরও।

পুলিশ সূত্র খবর, কালীপুজোর পরের দিন ওই ফ্ল্যাটে পার্টি হয়। বৃহস্পতিবারের পর শুক্রবার সন্ধেয় বন্ধুর বাড়িতে পার্টি ছিল। তাতে যোগ দিয়েছিলেন তরুণী। সঙ্গে পার্টিতে যান তরুণীর বোনও। জানা গিয়েছে, পার্টিতে আকণ্ঠ মদ্যপান করেছিলেন তরুণী। রাত ১২টা নাগাদ বাড়ি ফেরার চেষ্টা করেন। সিঁড়ি দিয়ে নিচে নামছিলেন তিনি। সেই সময় আচমকাই বেসামাল হয়ে পড়ে যান। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করা হয়।

যদিও তাঁর বিশেষ বন্ধু দাবি করেছেন, দুপুরে একাই ফ্ল্যাটে ছিলেন ওই যুবতী। মাকে ডাক্তার দেখিয়ে দুপুরে যখন তিনি বাড়ি ফেরেন, তখন বান্ধবী শুয়ে ছিলেন। ঘুমিয়ে আছেন ভেবে তাঁরা তাঁকে ডাকাডাকি করেননি। কিন্তু সন্ধ্যার পরেও বান্ধবী বিছানা ছেড়ে না ওঠায় তাঁকে ডাকাডাকি করেন। কিন্তু তখন তাঁর সাড়াশব্দ পাননি।

যুবকের দাবি, তিনি এবং তাঁর মা এর পর ওই যুবতীর পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। প্রতিবেশীদের ডাকেন। ১০০ নম্বর ডায়াল করে খবর পাঠানো হয় পুলিশকেও। পরে পুলিশ এসে দেহ উদ্ধার করে এমআর বাঙুর হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × five =