ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কে মৃত্যু হয়েছে নিখোঁজ ভারতীয়ের। শনিবার ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে উত্তরাখণ্ডের এক যুবকের দেহ। অফিসের কাজে গত মাসে তুরস্ক পাড়ি দিয়েছিলেন বিজয় কুমার। তাঁর বাঁ হাতে ট্যাটু ছিল। সেই ট্যাটু দেখেই তাঁর দেহ চিহ্নিত করেন বিজয়ের পরিজনরা। জানা গিয়েছে বিজয়ের স্ত্রী এবং দুই সন্তান রয়েছে।
ধ্বংসস্তূপ সরিয়ে দেহ উদ্ধারের কাজ চলছে। সেই সময়ই উদ্ধার করা হয় বিজয়ের দেহ। ভূমিকম্পের পর থেকেই বিজয় নিখোঁজ ছিলেন। তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেনি পরিবার। আগেই তাঁর পাসপোর্ট এবং ব্যাগ পাওয়া গিয়েছিল। শনিবার ঘটনাস্থল থেকে বিজয়ের ছবি তাঁর পরিবারের সদস্যদের কাছে পাঠানো হয়। বাঁ হাতে ট্যাটু দেখে বিজয়কে চিহ্নিত করেন তাঁর পরিজনরা।
বেঙ্গালুরুর একটি সংস্থায় গ্যাসের পাইপলাইন স্থাপনের ইঞ্জিনিয়র হিসাবে কর্মরত ছিলেন। প্রথম বার তুরস্কে গিয়ে আর ফেরা হল না তাঁর।