দশমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে নিখোঁজ কিশোরীর মৃতদেহ উদ্ধার

দশমীর রাতে ঠাকুর দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরেনি কিশোরী। নিখোঁজ হয়ে যায় সে। বহু খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি তাকে। বারে বারে থানায় গিয়েও লাভ হয়নি বলে অভিযোগ। অবশেষে শনিবার সকালে কিশোরীর মৃতদেহ উদ্ধার হয় খালের জল থেকে। এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হুগলির (hooghly) জাঙ্গিপাড়ার শ্রীহট্ট এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাঙ্গিপাড়ার শ্রীহট্ট থানা এলাকার বছর বারোর কিশোরী বর্ণালী মালিক দশমীর রাতে ভাই বোনেদের সঙ্গে ঠাকুর দেখতে বেরিয়েছিল। তারপর আর বাড়ি ফেরেনি। রাতে বাড়ি না ফেরায় পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও তার আর কোনও খোঁজ পায়নি। অবশেষে তিন দিন পর শনিবার সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে খালের জলে তার নিথর দেহ ভাসতে দেখেন। পাশেই পড়ে থাকে এক জোড়া পুরুষের জুতো। পরিবারের লোকজন এসে জামা কাপড় দেখে দেহ শনাক্ত করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে পুলিশকে ঘিরেও বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেয় উত্তেজিত জনতা। জাঙ্গিপাড়া সোমনগর রামকৃষ্ণ বিদ্যামন্দিরের ক্লাস সপ্তম শ্রেণির ছাত্রী বর্ণালী মালিকের মৃত্যু রহস্যের পূর্নাঙ্গ তদন্তের দাবি তোলার পাশাপাশি অভিযুক্তদের কঠোর শাস্তির দাবি তোলে স্থানীয় মানুষ। পরিবারের অভিযোগ, দশমীর দিন চার ভাইবোন মিলে ঠাকুর দেখতে বেরিয়েছিল। এরপরেই ভাইবোনেদের খাবার কিনে দিয়ে বলে বর্ণালী নাকি সাইকেল নিয়ে ঠাকুর দেখতে যাচ্ছি বলে বেরিয়ে আর ফেরেনি। থানায় অভিযোগ জানালেও পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগও ওঠে। এদিন সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে বেশ কিছু মানুষ একটি বাঁশ বাগানে কঞ্চি কাটতে এসে দেখতে পান খালের জলে ভাসছে মৃতদেহ। সেই খবর ছড়িয়ে পড়তেই ঘটনাস্থলে আছে পরিবারের লোকজন। ™রিবারের দাবি, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। সিআইডি তদন্ত ও পুলিশ কুকুর নিয়ে এসে তদন্ত করতে হবে বলে দাবি তোলে মৃতের পরিবারের সদস্যরা। তবে এই বিষয়ে হুগলি জেলার গ্রামীণ এলাকার অ্যাডিশনাল এসপি লাল্টু হালদার জানিয়েছেন, বাঁশ বাগানের মধ্যেই একটি মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। গত পরশুদিন থেকে নিখোঁজ ছিল। স্থানীয় বাসিন্দাদের সাহায্যে মৃতদেহ উদ্ধার করা হয়। ঘটনার তদন্ত হলে বোঝা যাবে কি কারণে মৃত্যু হয়েছে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ময়নাতদন্ত করা হবে এবং গোটা বিষয়টি ভিডিওগ্রাফি করা হবে বলে জানান তিনি। সবমিলিয়ে কিশোরীর রহস্যজনক মৃত্যুতে শোকাহত এলাকার মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

ten + 6 =