রহস্যজনক অবস্থায় শোবার ঘর থেকে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো পুরাতন মালদা থানার জলঙ্গি এলাকায়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, জামাইবাবু এবং শ্যালিকার ঘনিষ্ঠ সম্পর্ক নিয়েই এই আত্মহত্যার ঘটনাটি ঘটেছে। জামাইবাবুর সঙ্গে গোপন সম্পর্ক ছিল ওই ছাত্রীর। যা নিয়ে পারিবারিক বিবাদ গড়ায়। নিজের লজ্জা ঢাকতেই অভিমানে আত্মঘাতী হয়েছে ওই কলেজ ছাত্রী। পুরো ঘটনাটি নিয়ে জামাই এবং তার পরিবারকে দোষারোপের কাঠগড়ায় দাঁড় করিয়েছে মৃত ছাত্রীর পরিবার।
মৃত ছাত্রীর বাবা বাবলু শেখ তার জামাই নৈইমুদ্দিন শেখের বিরুদ্ধে পুরাতন মালদা থালায় লিখিত অভিযোগ দায়ের করার কথা জানিয়েছেন। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যাল কলেজের পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রীর নাম রাজিয়া খাতুন (১৯) । সে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছিল। পুরাতন মালদার একটি কলেজে পাস কোর্সে ভর্তি হওয়ার জন্য আবেদনপত্র জমা দিয়েছিল। কিছুদিন ধরে ওই ছাত্রীর পরিবারে তার দিদি এবং জামাইয়ের সহেগ বেশ গোলমাল চলছিল। এই পারিবারিক বিবাদ পুরাতন মালদা থানা পর্যন্ত গড়ায়। বুধবার সকালে থানাতেই দুই পক্ষের মীমাংসা হয়। এরই মধ্যে পরিবারের লোকেরা জানতে পারে ওই ছাত্রী রাজিয়া খাতুন শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হয়েছে।