মহারাষ্ট্রের সাংলিতে বাড়ি থেকে উদ্ধার একই পরিবারের ৯ জনের মৃতদেহ, দানা বাঁধছে রহস্য

দিল্লির বুরারি কাণ্ডের ছায়া এবার মহারাষ্ট্রে (Maharashtra)। সাংলি জেলার মিরাজের এক গ্রামের এই ঘটনায় ছড়িয়েছে তীব্র চাঞ্চল্য। বাড়ি থেকে একসঙ্গে উদ্ধার করা হল একই পরিবারের মোট ন’জনের মৃতদেহ। এই ঘটনায় দানা বেঁধেছে রহস্য। আত্মহত্যা বলে প্রাথমিক অনুমান করছে পুলিশ। যদিও অকুস্থল থেকে সুইসাইড নোট উদ্ধার হয়নি।

মিরাজের এক গ্রামে একই পরিবারের ন’জনের মৃত্যুর খবর পুলিশকে দেন প্রতিবেশীরাই। দ্রুত ঘটনাস্থলে এসে মৃতদেহগুলি উদ্ধার করে পুলিশ। যদিও এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। তবে এখনই আত্মহত্যার বিষয়টি উড়িয়ে দিচ্ছে না পুলিশ। দেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপরই মৃত্যুর কারণ অনেকখানি স্পষ্ট হবে বলে মনে করা হচ্ছে।

সাংলির পুলিশ সুপারিনটেন্ড্যান্ট দীক্ষিত গেদাম এখবর নিশ্চিত করে জানান, ‘আমরা একটি বাড়ি থেকে মোট ন’টি দেহ উদ্ধার করেছি। এর মধ্যে একই স্থানে ছিল তিনটি দেহ। বাড়ির অন্য প্রান্ত থেকে উদ্ধার করা হয় বাকি ছ’টি দেহ।’ বিষয়টির তদন্তে নেমেছে পুলিশ। এটি আদৌ আত্মহত্যার ঘটনা নাকি এর নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে প্রতিবেশীদেরও। আরেক পুলিশ আধিকারিক জানান, তাঁদের প্রাথমিক অনুমান, সকলে আত্মঘাতীই হয়েছেন।  তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven + four =