কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দুর্ঘটনায় এখনও পর্যন্ত ট্রেনের ৫ যাত্রীর দেহ উদ্ধার হয়েছে। আহত অনেকে। হতাহতের সংখ্যা আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। যে কামরাটি দুমড়ে গিয়েছে, সেটি অসংরক্ষিত কামরা। আপাতত সেটা নিয়েই দুশ্চিন্তায় রেলের আধিকারিকরা। যেহেতু অসংরক্ষিত, তাই প্রচুর মানুষের ভিড় ছিল তাতে। সেখান থেকে এখনও পর্যন্ত কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি। পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে রয়েছে। গ্যাস কাটার দিয়ে বগি না কাটলে উদ্ধার করা সম্ভব নয় বলেও রেল কর্মীরা জানাচ্ছেন।
এদিকে যাঁরা আহত তাঁদের অ্যাম্বুলেন্সে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়েছে। যেহেতু প্রত্যন্ত এলাকায় দুর্ঘটনা ঘটেছে, তাই সেখান থেকে হাসপাতাল অনেকটা দূর। আগে উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হচ্ছে। তবে যে কামরাটি দুমড়ে মুচড়ে গিয়েছে, সেই কামরা থেকে এখনও পর্যন্ত কাউকেই উদ্ধার করা সম্ভব হয়নি বলে রেলের তরফ থেকে জানানো হয়েছে। ভিতর থেকে গোঙানির শব্দ ভেসে আসছে। তৎপরতার সঙ্গে উদ্ধারকার্য চালাচ্ছেন রেলকর্মীরা।
জানা যাচ্ছে, শিয়ালদহগামী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের গতি ধীর ছিল। পিছন থেকে এসে ধাক্কা মেরেছে মালগাড়িটি। তাতেই ভয়াবহ দুর্ঘটনা। ইতিমধ্যেই রেলের বিশাল টিম ঘটনাস্থলে পৌঁছে গিয়েছে। সিগন্যালিং ব্যবস্থা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
এই অবস্থায় পরিজনদের খবর না পেয়ে বিভিন্ন স্টেশনগুলিতে ভিড় বাড়াচ্ছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের আত্মীয়রা। তাঁদের সহায়তা করতে ইতিমধ্যে হেল্পলাইন নম্বর চালু হয়েছে বিভিন্ন স্টেশনে। উত্তরবঙ্গের বিভিন্ন স্টেশনের পাশাপাশি শিয়ালদহ, হাওড়া স্টেশনেও চালু করা হয়েছে হেল্পলাইন নম্বর।
রেলওয়ের তরফে জানানো হয়েছে, দুর্ঘটনাগ্রস্ত কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রীদের খোঁজ-খবর পেতে তাঁদের পরিজনদের সহায়তা করতে হাওড়া, শিয়ালদহ-সহ কাটিহার, আলুবাড়ি, ডালখোলা, কিষাণগঞ্জ, সামসি, বারসোই-সহ বিভিন্ন স্টেশনে হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।
হেল্পলাইন নম্বরঃ
শিয়ালদহ স্টেশনে চালু হওয়া হেল্পলাইন নম্বর
033-23508794
033-23833326
গুয়াহাটি স্টেশনে হেল্পলাইন নম্বর
03612731621
03612731622
03612731623
লুমডিং জংশন স্টেশনে চালু হওয়া হেল্পলাইন নম্বর
03674263958
03674263831
03674263120
03674263126
03674263858
কির স্টেশনে চালু হওয়া হেল্প লাইন নম্বর
6287801805
এছাড়াও কাটিহার স্টেশনে চালু হওয়া হেল্পলাইন নম্বর
09002041952
9771441956
হাওড়া বিভাগে চালু হওয়া হেল্প লাইন নম্বর 03326413660
এছাড়াও তথ্য অনুসন্ধানের চালু হয়েছে দুটি বিশেষ নম্বর
03326402242 / 03326402243
আলুবাড়ি রোড স্টেশনে চালু হওয়া হেল্পলাইন নম্বর
8170034235
কিশনগঞ্জ স্টেশনে চালু হওয়া হেল্পলাইন নম্বর
7542028020 ও 06456-226795
ডালখোলা স্টেশনে চালু হওয়া হেল্পলাইন নম্বর
8170034228
বারসই স্টেশনে চালু হওয়া হেল্পলাইন নম্বর
7541806358
সামসি স্টেশনে চালু হওয়া হেল্পলাইন নম্বর
03513-265690
03513- 265692