আসানসোল : আসানসোলের রাস্তা থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর রক্তাক্ত দেহ। নিহতের নাম মহম্মদ সাবরুদ্দিন। ৪৭ বছরের ওই লোহা ব্যবসায়ীর দেহটি পাওয়া যায় বাড়ির সামনে থেকে।
শনিবার ভোরের নমাজ পড়তে যাওয়ার সময়ে তাঁর দেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। হীরাপুর থানার পুলিশ দেহটি জেলা হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য। ঘটনাস্থল থেকে পুলিশ একটি পিস্তল উদ্ধার করে নিয়ে গিয়েছে। তবে তাঁর মৃত্যু গুলি লেগেই হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
শনিবার সকাল ৬টা নাগাদ আসানসোলের ৮০ নম্বর ওয়ার্ড করিম ডাঙালে দেহটি মিলেছে। সবরুদ্দিনের লোহার গ্রিল কারখানা রয়েছে। পাশাপাশি, স্থানীয় মাদ্রাসার কোষাধ্যক্ষ ছিলেন তিনি। স্থানীয়দের কারও কারও দাবি, তাঁকে গুলি করা হয়েছে। আবার কেউ মনে করছেন, তিনি হোঁচট খেয়ে পড়ে গিয়েছেন। পুলিশ তদন্ত শুরু করেছে।

