সালানপুরে বাম প্রার্থীর বাড়িতে হামলার অভিযোগ শাসকদলের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন, আসানসোল: মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ চলাকালীনও শাসকদলের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছে৷ মনোনয়নপত্র জমা দেওয়ার কাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই ফের বিরোধীদের ওপর হামলার অভিযোগ উঠল শাসকদল তৃণমূলের বিরুদ্ধে৷ এবার স্থান পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েত৷ সেখানকার বাম প্রার্থীর বাড়িতে বৃহস্পতিবার রাতেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা করে বলে অভিযোগ৷

পশ্চিম বর্ধমান জেলার সালানপুর ব্লকের রূপনারায়ণপুর গ্রাম পঞ্চায়েতের বামফ্রন্ট প্রার্থী অশোক ব‍্যানার্জি অভিযোগ করেছেন ১৫ জুন রাত ১০টা নাগাদ শাসকদল আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ঘরে ভাঙচুর চালায় ও পরিবারকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে। যার জেরে এলাকায় আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। বিরোধীদের অভিযোগ, তাঁরা এই ঘটনা ঘটার সময় রূপনারায়ণপুর ফাঁড়িতে খবর দিলে রাতেই দু’বার পুলিশ ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। বামপন্থী নেতা অশোক ব‍্যানার্জি আরও দাবি করেছেন, শুধু তাঁর ওপরই নয়, বিরোধীদল বিশেষত বাম দলের প্রার্থী হিসাবে সালানপুর ব্লকে যাঁরা যেখানে দাঁড়িয়েছেন, তাঁদের প্রত‍্যেককেই মনোনয়নপত্র প্রত‍্যাহারের হুমকি দিচ্ছে শাসক দল।

যদিও শাসকদলের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়। সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মহম্মদ আরমান বলেন, ‘‘অশান্তির পরিবেশ তৈরি করা তাদের লক্ষ‍্য নয়। যদি তাই হত, তাহলে তাঁরা মনোনয়নপত্র দাখিলের সময় বিরোধীদের হাতে ফুল-জল তুলে দিতেন না। তাঁরা সবসময় চেয়েছেন নির্বাচনকে ঘিরে শান্তি-শৃঙ্খলা বজায় থাকুক। যদিও বাম রাজনৈতিক দলগুলি শুক্রবার মীনাক্ষী মুখার্জি ও শিপ্রা মুখার্জির নেতৃত্বে রূপনারায়ণপুর ফাঁড়িতে সালানপুর থানার ইনচার্জ অমিত হাটি এবং রূপনারায়ানপুর ফাঁড়ির ইনচার্জ মইনুল হককে শাসকদলের অত‍্যাচার ও সন্ত্রাসের পরিবেশ সৃষ্টির বিরুদ্ধে একটি স্মারকলিপি প্রদান করে। তারা দাবি জানায়, তাদের প্রার্থীদের সুরক্ষা দিতে হবে এবং অবিলম্বে যারা হামলা চালিয়েছে, তাদের গ্রেপ্তার করতে হবে।

অপরদিকে, তৃণমূল নেতা ভোলা সিং বলেন, ‘‘বিরোধীরা ভেবেছিল জোট করে প্রার্থী দেবে। কিন্তু তা না হওয়ায় নিজেদের মধ্যে বিবাদ সৃষ্টি করে তৃণমূলকে বদনাম করার চেষ্টা করছে৷’’

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three + 15 =