কলকাতা: প্রাক্তন শিক্ষা ও শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের দুটি ফ্ল্যাট থেকে যখন ৫০ কোটি টাকা উদ্ধার হয়েছিল, তখনই চোখ কপালে উঠেছিল আম-জনতার। কেন্দ্রীয় তদন্তকারী সূত্রে শোনা যাচ্ছিল, এ নাকি হিমশৈলের চূড়ামাত্র।
বুধবার ইডি আদালতকে জানাল শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় টাকার অঙ্ক বেড়েই চলেছে। এসএসসি-তে ১০০ কোটির দুর্নীতি হয়েছে বলে আগে জানিয়েছিল ইডি। এবার ইডির আইনজীবী আদালতকে জানাল, নিয়োগ দুর্নীতির সম্পত্তি ইতিমধ্যেই ১৫০ কোটি ছাড়িয়ে গিয়েছে। বুধবার ফের পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়কে আদালতে পেশ করা হয়। ইডির আইনজীবী শুনানিতে বলেন, “দুর্নীতির সম্পত্তি ১৫০ কোটি ছাড়িয়েছে। প্রত্যেকদিনই তো কোটি কোটি টাকা মিলছে।”এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আইনজীবী এদিন আদালতে জানান, “দুটি নতুন কোম্পানির হদিস মিলেছে। একটি জামাইয়ের (পার্থ চট্টোপাধ্যায়ের) নামে। অন্যটির ডিরেক্টর মামা। ‘বাবলি চ্যাটার্জি ট্রাস্টে’র ম্যানেজিং ট্রাস্টি মেয়ে, ট্রাস্টি জামাই।” ইডি আইনজীবীর আরও দাবি, ‘বাবলি চ্যাটার্জি ট্রাস্টে’র নামে পাটুলিতে ১৮ কাঠা জমি পাওয়া গিয়েছে। রোজই ৩০-৪০ কোটির সম্পত্তির খোঁজ মিলছে বলেই দাবি ইডি আইনজীবীর।