নিজস্ব প্রতিবেদন, পাণ্ডবেশ্বর: পাণ্ডবেশ্বর বিধানসভার গ্রামে গ্রামে আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার শুরু করলেন বিধায়ক তথা জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী।
পাণ্ডবেশ্বর বিধানসভা আসানসোল লোকসভার চর্চিত নাম। গত ২০২২ সালের লোকসভা উপনির্বাচনে এক লক্ষ ভোটে লিড পেয়েছিলেন তৃণমূল প্রার্থী শত্রুঘ্ন সিনহা। তাই এবারেও টার্গেট ধরে রাখতে মরিয়া পাণ্ডবেশ্বর। এক লক্ষ ভোটের লিড পাওয়ার পরেই মাননীয়া মুখ্যমন্ত্রী বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর নাম দেন লক্ষ নরেন। সেই ফলাফল ধরে রাখতেই এবার গ্রামে গ্রামে দরজায় দরজায় প্রচার শুরু করলেন বিধায়ক। এদিন পাণ্ডবেশ্বর বিধানসভার দুর্গাপুর ফরিদপুর ব্লকের শ্রীকৃষ্ণপুর গ্রামে, প্রথমে স্থানীয় ধর্মরাজ মন্দিরে পুজো দেন এবং গ্রামের প্রতিটি কোনায় কোনায় বাড়ি বাড়ি গিয়ে প্রার্থী শত্রুঘ্ন সিনহার সমর্থনে প্রচার করেন। বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তীর দাবি, ‘এটা কোনও প্রচার নয়। পাণ্ডবেশ্বর বিধানসভায় প্রচারের প্রয়োজন পড়ে না, সারা বছর প্রতিটি মানুষের সুখে দুঃখে আমরা রয়েছি। তৃণমূল কংগ্রেস কোনও ভোট পাখি নয় যে শুধু ভোটের সময় আসবে। দিদির প্রত্যেকটা প্রকল্প, সাধারণ মানুষ পাচ্ছে কিনা তারই খোঁজখবর নেওয়ার এই প্রয়াস।’