ভাঙন ধরতে চলেছে শিবসেনায়! বালাসাহেবের নামে নতুন দল গড়ছে একনাথ শিণ্ডের নেতৃত্বাধীন বিক্ষুব্ধরা

শিবসেনার প্রয়াত প্রতিষ্ঠাতার নামের রাজনৈতিক অস্তিত্বের লড়াইয়ে নামতে চলেছেন বিদ্রোহী একনাথ শিন্ডে এবং তাঁর অনুগামী বিধায়কেরা। তারা সম্ভবত নতুন দলই গড়ছে। আর নতুন এই মঞ্চ তৈরির সময়ও তাদের হাতিয়ার বালাসাহেব আবেগ। নিজেদের সম্ভাব্য দলের নাম তারা দিচ্ছে ‘শিব সেনা বালাসাহেব।’

বিধায়কদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ায় ক্ষুব্ধ একনাথ শিণ্ডে (Eknath Shinde) শিবির আবার সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে। শিব সেনার লেটারহেডে সেই অনাস্থা প্রস্তাব লিখে ই-মেল পাঠানো হয় ডেপুটি স্পিকারের কাছে। কিন্তু তিনি সেই অনাস্থা প্রস্তাব গ্রহণ করেননি। তাঁর যুক্তি, অনাস্থা প্রস্তাব দিতে হলে সশরীরে তাঁর অফিসে গিয়ে দিতে হবে। তাছাড়া শিব সেনার লেটারহেডে চিঠি লেখার ক্ষমতা একনাথ শিণ্ডের নেই। কারণ তিনি আর শিবসেনার পরিষদীয় দলের নেতা নন।

ডেপুটি স্পিকারের এই সিদ্ধান্তের পর খানিকটা চাপে পড়ে যায় শিণ্ডে সেনা। গুয়াহাটিতে বৈঠক করে তাঁরা ঠিক করেছে নতুন করে স্পিকারকে চিঠি দেওয়া হবে। তবে এবার আর শিব সেনার লেটারহেডে নয়, ‘শিব সেনা বালাসাহেব’ (Shiv Sena Balasaheb) নামের নতুন মঞ্চের লেটারহেডে চিঠি দেওয়া হবে। তারপরই রাজনৈতিক মহলে গুঞ্জন, ওই নামেই নতুন দল খুলে বিজেপিকে সমর্থন করতে চলেছেন একনাথ শিণ্ডে। যদিও শিণ্ডের দলের নতুন এই নামে আপত্তি রয়েছে উদ্ধব ঠাকরে গোষ্ঠীর। এদিন দুপুরেই শিব সেনার কার্যকরী কমিটির বৈঠক ছিল শিব সেনা ভবনে। বৈঠক শেষে উদ্ধব পক্ষের অন্যতম নেতা সঞ্জয় রাউত সাফ জানিয়ে দিয়েছেন, ‘বিক্ষুব্ধদের তাঁরা গুরুত্ব দিচ্ছেন না। যদি তাঁরা আলাদা দল গড়তে চায় গড়তেই পারে। কিন্তু সেই দলে শিবসেনার নাম ব্যবহার করা যাবে না। ব্যবহার করা যাবে না বালাসাহেবের নামও।’

এদিকে বালাসাহেবের নাম জুড়ে একনাথের পৃথক দল গড়ার কথা জানা মাত্র মুখ্যমন্ত্রী তথা শিবসেনা সুপ্রিমো উদ্ধব ঠাকরে বিদ্রোহী বিধায়কদের প্রতি কঠোর হতে শুরু করেছেন। তবে উদ্ধব সব বিদ্রোহী বিধায়ককে একবারে চটাতে চান না। তিনি শিন্ডে গোষ্ঠীতে ফাটল ধরাতে চান। তাই শিন্ডের বিশেষ পছন্দের ১৬ জন বিধায়কের সদস্য পদ খারিজের দাবি জানিয়ে শিবসেনার নতুন পরিষদীয় দলনেতা বিধানসভার ডেপুটি স্পিকার নরহরি সীতারাম জিরওয়ালকে চিঠি পাঠিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 − two =