শুশুনিয়া পাহাড়ে দূষণ নিয়ন্ত্রণে কড়া পদক্ষেপ জারি প্রশাসনের

নিজস্ব প্রতিবেদন, বাঁকুড়া: শুশুনিয়া পাহাড় পশ্চিমবঙ্গের অন্যান্য পর্যটন কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। পর্যটকপ্রেমীরা সারা বছরই ভিড় জমান এই শুশুনিয়া পাহাড়ে। তবে এই শীতকালীন মরসুমে পর্যটকদের ভিড় বছরের সব দিনগুলির থেকে একটু বেশিই থাকে। ইতিমধ্যেই শুশুনিয়া পাহাড়ে পিকনিক করতে ভিড় জমাতে শুরু করেছেন পর্যটকরা। পাহাড় ও পার্শ্ববর্তী অঞ্চলে অতিরিক্ত ভিড়ের কারণে যাতে পরিবেশ দূষণ না ঘটে সে ব্যাপারে তৎপর হয়েছে ব্লক প্রশাসন। আজ শুক্রবার ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সৌরভ ধল্ল ও আইসি সিদ্ধার্থ সাহা পরিদর্শন করেন শুশুনিয়া পাহাড় চত্বর এলাকা।
সাংবাদিকদের মুখোমুখি হয়ে ছাতনা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জানান, থার্মোকল এবং ডিজে ব্যবহার সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ শুশুনিয়া পাহাড়ে এবং পাহাড়ে আগুন লাগানোর কেউ চেষ্টা করলে তাঁদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও শুশুনিয়া পাহাড়ের পরিবেশ সুরক্ষায় একগুচ্ছ নির্দেশিকা জারি করেছে ছাতনা থানা পুলিশ প্রশাসন। গত বছরের মতো এ বছরও যাতে শুশুনিয়া পাহাড়ে আগুন না লাগে, সে ব্যাপারে তৎপর রয়েছে ছাতনা বন দপ্তর। বলা যেতে পারে শুশুনিয়া পাহাড়ের বাস্তুতন্ত্র রক্ষা এবং স্বচ্ছতায় যেন কোনও রকম খামতি না থাকে, সে ব্যাপারে কোমর বেঁধে নেমে পড়েছে প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × five =