রামনবমীতে কোনওরকম অশান্তি রুখতে সতর্ক দৃষ্টি প্রশাসনের

লোকসভা ভোটের মুখেই বুধবার পালিত হবে রামনবমী। রামনবমী উদযাপনকে সামনে রেখে যাতে কোনওরকম অশান্তির ঘটনা না ঘটে সেদিকে সতর্ক দৃষ্টি রেখেছে প্রশাসন। নির্বাচন কমিশনও অতিরিক্ত সতর্কতামূলক পদক্ষেপ নিতে চলেছে। রামনবমীতে বিজেপি রাজ্যে অশান্তি পাকাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই রামনবমীতে যাতে কোনও অশান্তি না হয়, তা নিয়ে বাড়তি সতর্ক পুলিশ-প্রশাসন। র‌্যালি থেকে পুজো সবকিছুই যাতে সুষ্ঠুভাবে আয়োজন করা যায়, তা নিয়ে নবান্নের নির্দেশে থানায় থানায় বৈঠক চলছে। অশান্তি রুখতে আগেভাগেই সমস্ত রকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।

যেখানে র‌্যালি হবে, সেখানে যেমন গোপনে সাদা পোশাকের পুলিশ থাকবে, তেমনই ড্রোন উড়িয়ে সমস্ত দিকে নজরদারি চালানো হবে। কোনওভাবেই অশান্তি বরদাস্ত করা হবে না। এনিয়ে রাজনৈতিক দল থেকে রামনবমী কমিটি সকলকেই সতর্ক করে দেওয়া হয়েছে। অতীতে রামনবমী পালনকে কেন্দ্র করে অশান্তির নজিরের নিরিখে নির্বাচন কমিশনও রাজ্যের বিভিন্ন জায়গাকে অতি স্পর্শকাতর এলাকা হিসেবে চিহ্নিত করেছে। এই স্পর্শকাতর এলাকাগুলিতে পর্যাপ্ত পুলিশ ও আধাসেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হাওড়া, উলুবেড়িয়া, পাঁচলা, হুগলি, চন্দননগর, শ্রীরামপুরে অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হবে। প্রয়োজনে প্রতি যায়গায় এক কোম্পানি পর্যন্ত বাহিনী মোতায়েন করা হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে ।

রাজ্যের এই উপদ্রুত এলাকা গুলিতে বিশেষ নজর রাখছে কমিশন। বিশেষত, রাম মন্দির প্রতিষ্ঠিত হওয়ার পর এবার প্রথমবার রাম নবমী পালিত হতে চলেছে। তাই এবার এনিয়ে বাড়তি মাতামাতি থাকতে পারে। একইসঙ্গে, কোচবিহারের শীতলকুচি ও দিনহাটার ওপরেও নজর রয়েছে কমিশনের। ২০০৪ থেকে ২০২৪ এই কুড়ি বছরের ইতিহাস মাথায় রেখে কড়া নজরদারি করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন। এদিকে সূত্রের খবর, কোচবিহারের দিনহাটাকে ইতিমধ্যেই স্পর্শকাতর বুথ হিসেবে চিহ্নিত করেছে কমিশন। প্রতিদিনই ওই এলাকায় কিছু না কিছু ঘটনা হচ্ছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে, ২০২৪ এর লোকসভা নির্বাচনের প্রথম দিনেই দিনহাটায় প্রবল অশান্তির সম্ভাবনা রয়েছে বলে কমিশন সূত্রের খবর। এইসব বিষয়কে মাথায় রেখে ইতিমধ্যেই এদিন উত্তরবঙ্গে গিয়ে দফায় দফায় পুলিশ সুপারদের সঙ্গে বৈঠক করছেন বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনীল কুমার শর্মা। এদিন জলপাইগুড়িতে সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন তিনি। এরপর আগামীকাল কোচবিহারে যাবেন তিনি। তারপর আলিপুরদুয়ারের পরিস্থিতি খতিয়ে দেখবেন। কোনওভাবেই যাতে পঞ্চায়েত নির্বাচন বা একুশের বিধানসভা নির্বাচনের ইতিহাস ফিরে না আসে তার জন্য বদ্ধপরিকর কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − 2 =