কারুর : তামিলনাড়ুর কারুরে পদপিষ্ট হয়ে ৪১ জনের মৃত্যুর পরে অভিনেতা ও টিভিকে প্রধান বিজয় দু’সপ্তাহের জন্য তাঁর রাজ্যব্যাপী সফর ও জনসভা স্থগিত রেখেছেন।
বুধবার টিভিকে-র তরফে জানানো হয়, আমরা স্বজন হারানোর বেদনা ও শোকের মধ্যে আছি, তাই আমাদের দলের নেতার আগামী দু’সপ্তাহের জনসভার কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হচ্ছে।
এই জনসভা সম্পর্কে নতুন দিনক্ষণ পরে ঘোষণা করা হবে।

