হাঁটুর ব্যথায় কাবু থালা ! আইপিএল নিয়ে সিদ্ধান্ত ডিসেম্বরে

মহেন্দ্র সিং ধোনিকে নিয়ে ক্রিকেটপ্রেমীদের উন্মাদনা আজও অটুট। বয়স ৪৪ হলেও তাঁর জনপ্রিয়তায় বিন্দুমাত্র ভাটা পড়েনি। আগামী আইপিএলে ‘ক্যাপ্টেন কুল’কে আবার দেখা যাবে কি না, তা নিয়েই এখন থেকেই শুরু হয়ে গেছে জল্পনা। সম্প্রতি এক অনুষ্ঠানে ধোনিকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি মজার ছলে ইঙ্গিতবাহী উত্তর দেন। ধোনির কথায়, ত™রের বছর খেলব কি না এখনও ঠিক করিনি। ডিসেম্বর পর্যন্ত সময় আছে সিদ্ধান্ত নেওয়ার জন্য, তাই আরও কয়েক মাস ভাবব।দ তাঁর এই অস্পষ্ট উত্তর শুনে ভিড়ের মধ্যে এক ভক্ত চিৎকার করে বলেন, তস্যর, আপনাকে খেলতেই হবে।দ জবাবে ধোনি হাসিমুখে বলেন, তআরে, হাঁটুতে যে ব্যথা আছে, তার যত্ন নেবে কে?দ ; মুহূর্তেই হাসিতে ফেটে পড়ে উপস্থিত জনতা।

এই কথোপকথনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মধ্যে অনেকে ধোনিকে অনুরোধ করেছেন আগামী আইপিএলে খেলতে। যদিও ধোনির এই মন্তব্যে তাঁর শারীরিক অবস্থার ইঙ্গিতও মিলেছে। হাঁটুর পুরনো চোটের বিষয়টি তিনি হালকা মেজাজে বললেও, ভক্তদের কাছে সেটি একপ্রকার সতর্কবার্তার মতোই শোনায়।

এদিকে ধোনি সম্প্রতি চেন্নাই সুপার কিংসের ব্যাটিং লাইনআপ নিয়ে নিজের উদ্বেগের কথাও জানিয়েছেন। তাঁর মতে, দলের মাঝপথে রুতুরাজ গায়কোয়াড়ের চোট তাদের পারফরম্যান্সে বড় ধাক্কা দেয়। রুতুরাজ ছিটকে যাওয়ায় নেতৃত্বভার এসে পড়ে ধোনির কাঁধে। তবে তিনি আশাবাদী, রুতুরাজ আগামী মরশুমে চোটমুক্ত হয়ে ফিরবেন এবং তাঁর ফেরায় দলের বহু সমস্যার সমাধান হবে। ধোনির মন্তব্য থেকেই স্পষ্ট, আগামী মরশুমে চেন্নাইয়ের নেতৃত্বে তিনি থাকবেন না, বরং দায়িত্ব যাবে রুতুরাজের হাতে।

গত আইপিএলে চেন্নাই সুপার কিংসের পারফরম্যান্স প্রত্যাশা অনুযায়ী হয়নি। ১৪ ম্যাচে মাত্র ৮ পয়েন্ট পেয়ে তারা শেষ করে ১০ নম্বরে। নেতৃত্বে ধোনি থাকলেও ব্যাটিং এবং চোট সমস্যা মিলিয়ে মৌসুমটি হতাশাজনক ছিল। তাই আগামী মৌসুমে ধোনি খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়।

সব মিলিয়ে, ধোনির একঝলক মজার মন্তব্যে যেমন হাসির রেশ রয়েছে, তেমনই লুকিয়ে আছে বাস্তবতার ছোঁয়াও। হাঁটুর ব্যথা, বয়স এবং চোটের ঝুঁকি তাঁর সিদ্ধান্তে প্রভাব ফেলতে পারে। ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করলেই জানা যাবে, চেন্নাই সুপার কিংসের জার্সিতে ‘থালা’কে আর একবার দেখা যাবে কি না। কিন্তু ভক্তদের হৃদয়ে তাঁর জায়গা চিরকালই অটুট থাকবে;তিনি খেলুন বা না খেলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − six =