নিজস্ব প্রতিবেদন, কলকাতা: শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি হেপাজতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। এ নিয়ে শোরগোল হওয়ার পরই দিন পাঁচেক আগে এসএসসি চাকরিপ্রার্থীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবার নিয়োগের দাবিতে পর্ষদের অফিস ঘেরাও করতে গেলেন টেটের চাকরিপ্রার্থীরা। বুধবার পর্ষদের অফিসে পৌঁছনোর আগেই আটকে দেওয়া হয় তাঁদের। বিক্ষোভকারী চাকরিপ্রার্থীদের পুলিশ বাধা দেয়। যার জেরে পুলিশের সঙ্গে কয়েক প্রস্থ হাতাহাতিও হয় টেট পরীক্ষার্থীদের।
বুধবার বেলা সাড়ে এগারোটা নাগাদ সল্টলেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিস ঘেরাও করার জন্য উল্টোডাঙা থেকে মিছিল করে বিকাশ ভবনের দিকে রওনা হয়েছিলেন টেট চাকরিপ্রার্থীরা। কিন্তু সল্টলেকে ঢোকার মুখেই তাঁদের পুলিশ বাধা দেয়। ধ্বস্তাধ্বস্তি শুরু হয় দুই পক্ষের। তবে টেট চাকরিপ্রার্থীরা পুলিশের ঘেরাটোপ পেরিয়ে শেষ পর্যন্ত বিকাশ ভবন পর্যন্ত পৌঁছতে পারেননি। তাঁদের জোর করে বিক্ষোভ স্থল থেকে একটি বাসের ভিতর তুলে দেওয়া হয়। তবে বাসের ভিতর থেকেও ওই চাকরিরপ্রার্থীরা তাঁদের অভিযোগের কথা বলতে থাকেন।