উত্তরাখণ্ডে ভয়াবহ ভূমিধস! আটকে ৩০০ পর্যটক

উত্তরাখণ্ডে ভয়াবহ ভূমিধসে রাস্তা ভেসে গেল। এর ফলে বেড়াতে গিয়ে আটকে পড়েছেন প্রায় ৩০০ পর্যটক। পিথোরাগড় জেলার ঘটনা। জানা গিয়েছে, দারচুলা ও গুঞ্জির মাঝে আটকে পড়েছেন এই পর্যটকেরা। কোনও কোনও জায়গায় আবার বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বেশ কিছু নদী বিপদসীমার উপর দিয়ে বইছে। যমুনোত্রী এবং গঙ্গোত্রী যাওয়ার পথে এই ধস নামায় পর্যটকদের থাকার জন্য অস্থায়ী শিবির বানানো হয়েছে বলে স্থানীয় প্রশাসন সূত্রে খবর।

স্থানীয় প্রশাসন সূত্রে খবর, লিপুলেখ-তাওয়াঘাট রাস্তার ১০০ মিটারের মতো অংশ ধসে ভেঙে যাওয়ায় যান চলাচল পুরোপুরি স্তব্ধ হয়ে গিয়েছে। যার জেরে বহু পর্যটক আটকে পড়েছেন। লিপুলেখ-তাওয়াঘাট রাস্তাটি ভেসে যাওয়ায় দারচুলা এবং গুঞ্জির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে।

উদ্ধারকারী দল ইতিমধ্যেই ধস পরিষ্কারের কাজ শুরু করছেন। তবে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে কয়েক দিন সময় লাগবে বলে প্রশাসন সূত্রে খবর। অন্যদিকে, আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে উত্তরাখণ্ডের বহু জেলা এবং ধুলোঝড় এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =