মহারাষ্ট্রে ভয়াবহ ধসে প্রাণ হারালেন অন্তত ১৩ জন। পাথরের স্তূপের নীচে আরও অন্তত ১০০জন চাপা পড়েছেন বলেই অনুমান উদ্ধারকারীদের। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। মৃতদের পরিবারের জন্য আর্থিক সাহায্যের ঘোষণাও করেছে মহারাষ্ট্র সরকার। ধসের খবর পেয়েই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। জানা গিয়েছে, উদ্ধারকাজ চালাতে গিয়ে মৃত্যু হয়েছে এক উদ্ধারকারীরও। ঘটনাস্থলে দাঁড়িয়েই মৃতদের পরিবারের জন্য ৫ লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী।
বুধবার গভীর রাতে আচমকাই ধস নামে রায়গড় জেলার খালাপুরে। ঘুমন্ত অবস্থায় পাথরের তলায় চাপা পড়ে যায় অন্তত ১৭টি বাড়ি। পরে সংখ্যাটা আরও বেড়েছে বলেই খবর। ঘটনার পরে স্থানীয়রাই উদ্ধারকাজ শুরু করেন। পরে সেখানে যোগ দেয় প্রশাসন ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও। কন্ট্রোল রুম খোলে রায়গড় পুলিশ।
উদ্ধারকাজ করতে গিয়ে আচমকাই হৃদরোগে আক্রান্ত হন এক দমকলকর্মী। সঙ্গে সঙ্গেই তাঁর মৃত্যু হয়। সব মিলিয়ে এই ঘটনায় ১৩ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।