লিলুয়াতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ঘরে আটকেই মৃত্যু ২ জনের

গভীর রাতে আগুন লেগেছিল। ঘর থেকে বের হওয়ার আগে আগুনে মৃত্যু হল ২ জনের। ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে লিলুয়া থানার চকপাড়া নতুন পল্লিতে।মৃত্যু হয়েছে একই পরিবারের ২ জনের। আশঙ্কাজনক আরও একজন।

পুলিশ সূত্রে খবর ঘরের মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা যান মা আঙুর বালা দোলুই (৮৪) ও জামাই মধু সানা (৬০) ।

রবিবারে আচমকা এই ঘটনায় চক্রান্তের  সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না পাড়া প্রতিবেশীরা। স্থানীয় বাসিন্দা ঝুমা সাহা  জানান, ‘দুর্ঘটিনাগ্রস্থ পরিবারে  সম্পত্তি নিয়ে  বিবাদ চলছিল। দরমার ঘরে কোনও বিদ্যুৎ কিংবা গ্যাস সিলিন্ডার ছিল না। একেবারে নিম্নবিত্ত এই পরিবারে আলো জ্বালাতে হ্যারিকেন ব্যবহার করা হত। কীভাবে আগুন লাগল তা এখনও স্পষ্ট নয়। ঘর থেকে কেউ বাইরে বেরিয়ে আসতে পারেননি বলেই সূত্রের খবর। স্বাভাবিকভাবেই প্রতিবেশীরা এই ঘটনার পিছনে অন্তর্ঘাত থাকার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না। এক বাসিন্দা সুনীল শর্মার অভিযোগ ‘ পুড়িয়ে মারা হয়েছে।’ এই মর্মান্তিক ঘটনার সঠিক তদন্ত হোক সেটাই দাবি জানাচ্ছেন প্রতিবেশীরা। যদিও পরিবারের অন্য সদস্যরা পারিবারিক কোনো ঝামেলা অশান্তির কথা স্বীকার করতে চাননি। অরূপ দোলুই নামে এক সদস্য জানান, তাঁদের কোনও শত্রু ছিল না। যদিও আগুন লাগার কারণ নিয়ে তিনিও সন্দেহ প্রকাশ করেন।ঘটনাস্থলে আসেন পুলিশ কমিশনার প্রবীণকুমার ত্রিপাঠি। তিনি ঘটনার সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন। ফরেনসিক বিশেষজ্ঞদের ঘটনাস্থলে আসার কথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven + 3 =