ভয়াবহ ভূমিকম্প নিউজিল্যান্ডে

সোমবার সকালেই ৭.২ রিখটার স্কেলে ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ডের (New Zealand) বিস্তীর্ণ এলাকা। ভূমিকম্পের উৎসস্থল ছিল কার্মাডেক আইল্যান্ড। যদিও এই ভূমিকম্পের ফলে কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। কারণ কার্মাডেক দ্বীপে সেভাবে মানুষের বসতি নেই। তীব্র ভুমিকম্প হলেও এখনও সুনামি সতর্কতা জারি করেনি নিউজিল্যান্ডের প্রশাসন। আপাতত সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।

প্রসঙ্গত, ভূমিকম্পপ্রবণ হিসাবে বরাবরই পরিচিত নিউজিল্যান্ডের উত্তরে অবস্থিত এই দ্বীপ। সেন্টার ফর সেসমোলজির তরফে টুইট করে জানানো হয়, ‘৭.২ রিখটার স্কেলে কম্পন অনুভূত হয়েছে। স্থানীয় সময় বেলা একটা নাগাদ ভূমিকম্প হয় কার্মাডেক দ্বীপে। মাটি থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরেই ছিল কম্পনের উৎসস্থল।’

সেদেশের আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, সেরকম বড় বিপর্যয়ের আশঙ্কা নেই আপাতত। নিউজিল্যান্ড ছাড়াও প্রতিবেশী দেশ গুলিতেও ভূমিকম্পের জেরে সুনামির সম্ভাবনা নেই বলেই অনুমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 5 =