বনধ ঘিরে ডোমজুড়ে উত্তেজনা, পুলিশের লাঠিচার্জে আহত ২, আটক সিপিএম কর্মী

হাওড়া : বামপন্থী ট্রেড ইউনিয়নগুলির ডাকে ভারত বনধের সমর্থনে মঙ্গলবার সকালেই উত্তেজনা ছড়াল হাওড়ার ডোমজুড় বাজারে। অভিযোগ, সকাল থেকেই সিপিএম কর্মীরা মিছিল করে বাজার এলাকায় পৌঁছে একের পর এক দোকান বন্ধ করার জন্য চাপ দিতে শুরু করেন। পাশাপাশি, তাঁরা রাস্তায় দাঁড়িয়ে বাস এবং লরি আটকে চালকদের গাড়ি থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করেন। আচমকা এই আচরণে আতঙ্ক ছড়ায় সাধারণ মানুষের মধ্যে।

পরে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী এবং র‌্যাফ মোতায়েন করা হয়। প্রথমে পুলিশ আন্দোলনকারীদের বুঝিয়ে সরানোর চেষ্টা করে। কিন্তু বিক্ষোভকারীরা তাতে সাড়া না দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বাধ্য হয়ে পুলিশ লাঠিচার্জ করে। লাঠির ঘায়ে সিপিএমের দু’জন কর্মী আহত হন বলে জানা গিয়েছে। পরে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এই ঘটনার জেরে স্থানীয় দোকানদার ও পরিবহণ কর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দেয়। ডোমজুড় থানার পুলিশ পরে অভিযান চালিয়ে দু’জন সিপিএম কর্মীকে আটক করে। পুলিশের দাবি, বনধের নামে আইন হাতে তুলে নেওয়া এবং জনজীবন ব্যাহত করার অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে।

ঘটনার পর থেকে এলাকায় টহলদারি জোরদার করা হয়েছে। পুলিশের পিকেট বসানো হয়েছে যাতে ফের কোনও অশান্তি না ছড়ায়। পরিস্থিতি আপাতত নিয়ন্ত্রণে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two + 6 =