মুর্শিদাবাদ : মুর্শিদাবাদের রাণীনগর লাগোয়া ডোমকল এলাকায় ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির মঞ্চে ধুন্ধুমার কাণ্ড। শুক্রবার শাসকদলের দুই গোষ্ঠীর মধ্যে তুমুল সংঘর্ষ হয়। পরিস্থিতি সামাল দিতে ছুটে এলো পুলিশ। ঘটনায় জখম উভয় পক্ষের ২ জন।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের এক প্রাথমিক বিদ্যালয়ে চলছিল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি।
সেখানে তৃণমূল কর্মীদের একাংশ অভিযোগের কথা জানাতে গেলে, অভিযোগের কথা জানানো হবে না বলে বাধা দেয় তৃণমূলের অপর পক্ষ। যা নিয়ে উভয়ই পক্ষের মধ্যে শুরু হয় সংঘর্ষ। এরফলে গুরুতর আহত হন ২ জন। তড়িঘড়ি তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।

