কানপুরে মঙ্গলবার টানটান উত্তেজনা, ভারত জিতবে?‌

জমে গেল কানপুর টেস্ট। দ্বিতীয় ইনিংসে ইতিমধ্যেই বাংলাদেশ ২ উইকেট হারিয়েছে। এখনও পিছিয়ে ২৬ রানে। আউট হয়েছেন জাকির হোসেন ও হাসান মাহমুদ। উইকেটে আছেন শাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্ত।
প্রথমদিন তাও চা পানের বিরতি অবধি খেলা হয়েছিল। তাতে বাংলাদেশ তুলেছিল ১০৭/‌৩। তারপর দু’‌দিন আর কোনও খেলা হয়নি। চতুর্থ দিন খেলা শুরু হয়। বাংলাদেশের ইনিংস থেমে যায় ২৩৩ রানে। শতরান করেন মোমিনুল হক (‌১০৭)‌। অধিনায়ক শান্ত করেন ৩১। এছাড়া কেউ রান পাননি। বুমরা ৩ উইকেট ছাড়াও দুটি করে উইকেট পান সিরাজ, অশ্বিন ও আকাশ দীপ। এরপর ভারত ব্যাট করতে নেমে শুরুতেই ঝড় তোলে। যশস্বী ও রোহিত মাত্র ৩ ওভারে ৫০ রান করে ফেলেন। মাত্র ৫১ বল ৭২ করেন যশস্বী। রোহিত করেন ১১ বলে ২৩। গিল করেন ৩৬ বলে ৩৯। কোহলি করে যান ৩৫ বলে ৪৭। লোকেশ রাহুল ৪৩ বলে ৬৮ করেন। ভারত ইনিংস ডিক্লেয়ার করে ২৮৫/‌৯ রানে।
৫২ রানে এগিয়ে থেকে ইনিংস ছেড়ে দেওয়া। ইতিমধ্যেই বাংলাদেশের দুই উইকেট পড়ে গেছে। একটা রোমহর্ষক পরিসমাপ্তির দিকে এগোচ্ছে এই টেস্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =