রেলের আন্ডারপাস তৈরির সময় দুর্ঘটনায় মৃত্যু হল চার শ্রমিকের। ডাম্পিং করে রাখা মাটি ধসেই চাপা পড়ে মৃত্যুর ঘটনা ঘটে। ঘটনাটি ঘটেছে, ধানবাদ রেল ডিভিশনের প্রধানঘণ্টা স্টেশনের কাছে নির্মীয়মাণ ছাত্তাকুলি রেলওয়ে আন্ডারপাশে। রাতের বেলায় কাজ চলাকালীন এই দুর্ঘটনাটি ঘটে। মৃতরা সকলেই স্থানীয় বলে জানা গিয়েছে। এই ঘটনায় রেলওয়ে কর্তৃপক্ষের দিকেই অভিযোগের আঙুল উঠছে। অভিযোগ, পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা ছাড়াই শ্রমিকদের কাজ করানো হচ্ছিল। ঘটনার জেরে রাতে ওই রুটের ট্রেন চলাচল ব্যাহত হয়। বেশ কিছু ট্রেনকে অন্য রুটে ঘুরিয়ে দেওয়া হয়। বিশেষ করে সুবর্ণরেখা এক্সপ্রেস ও সিন্দ্রি টাউন এক্সপ্রেস ট্রেনকে ঘুর পথে চালানো হয়। আসানসোল-ঝাঁঝা রুট দিয়ে চালানো হয় হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস, গোওয়া কিউল এক্সপ্রেস, দুন এক্সপ্রেস, নেতাজি এক্সপ্রেস, শিয়ালদা-পাটনা রাজধানী এক্সপ্রেস, কালকা মেল, যোধপুর সুপারফাস্ট, হাওড়া-মুম্বই মেল। এই ট্রেনগুলি সবই আসানসোল-ঝাঁঝা রুট ধরে নির্দিষ্ট গন্তব্য পাঠানো হয়। তবে ভোর রাত থেকে ধানবাদ রুটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ঘটনার খবর পেয়ে রাতেই ধানবাদ রেল ডিভিশনের ডিআরএম আশিস বানসাল সহ আরপিএফ কমান্ডেন্ট, জিআরপি আধিকারিকরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেন।