বকেয়া আদায়ের দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযান ঘিরে উত্তেজনা

কলকাতা : বকেয়া পাওনা ও বিভিন্ন অধিকার আদায়ের দাবিতে আশাকর্মীদের স্বাস্থ্য ভবন অভিযানকে কেন্দ্র করে বুধবার সকাল থেকেই উত্তপ্ত হয়ে উঠল শিয়ালদহ স্টেশন চত্বর। পুলিশি বাধার মুখে পড়ে এদিন শিয়ালদহ স্টেশনের ভেতরেই বসে পড়ে অবস্থান বিক্ষোভ শুরু করেন কয়েক’শ আশাকর্মী।

আশাকর্মী সংগঠনের পক্ষ থেকে নূন্যতম বেতন বৃদ্ধি এবং কর্মরত অবস্থায় মৃত আশাকর্মীর পরিবারকে এককালীন আর্থিক সাহায্য বৃদ্ধির দাবিতে এদিন স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দেওয়া হয়েছিল। আন্দোলনকারী পুষ্প মজুমদারের অভিযোগ, “রাজ্য সরকার আশাকর্মীদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করছে। মাসিক বেতনটুকুও সময়মতো দেওয়া হচ্ছে না।” তিনি আরও অভিযোগ করেন, জেলা থেকে আসা কর্মীদের ট্রেন থেকে নামিয়ে দিয়ে এবং স্টেশনে আটকে রেখে সরকার এই পূর্ব নির্ধারিত আন্দোলন ব্যর্থ করার চেষ্টা করেছে।

বিক্ষোভকারীদের দাবি, স্টেশনের বাইরে বেরোলেই পুলিশ তাঁদের স্বাস্থ্য ভবনের দিকে যেতে বাধা দেবে, এটি বুঝতে পেরেই তাঁরা স্টেশনের ভেতরে প্রতিবাদ জারি রেখেছেন। তবে স্টেশনের ভেতরে রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ) তাঁদের প্রতি সহানুভূতিশীল ছিল বলে আন্দোলনকারীরা জানিয়েছেন।

​আশাকর্মীদের স্পষ্ট বক্তব্য, তাঁদের এই আন্দোলনের পেছনে কোনও রাজনৈতিক অভিসন্ধি বা প্ররোচনা নেই। এটি সম্পূর্ণ অধিকার আদায়ের লড়াই। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শিয়ালদহ স্টেশন ও সংলগ্ন এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × two =