কলকাতার সঙ্গে পারদ চড়ল রাজ্য জুড়েই

এক রাতে আরও তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়লো কলকাতার। এই তাপমাত্রা বৃদ্ধি শুধু কলকাতা নয়, পারদ চড়েছে রাজ্য জুড়েই। এদিকে আবার বৃষ্টির সম্ভাবনার রয়েছে  রাজ্যের কয়েকটি জেলায়, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে কুয়াশার দাপট দেখা দিয়েছে রাজ্যের প্রায় সব জেলাতেই। কলকাতাতেও সকালে ছিল কুয়াশা। পরে পরিষ্কার হয় আকাশ। তবে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। সোমবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০.৩ ডিগ্রি সেলসিয়াস। রবিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৮.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করেছে ৪৯ থেকে ৯৬ শতাংশের মধ্যে।

আললিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে। বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং ,মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের দু এক জায়গায়। দক্ষিণবঙ্গের বীরভূম এবং মুর্শিদাবাদের দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। মঙ্গলবারেও বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং ও কালিম্পং-এ। রাজ্যের বাকি কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। তাপমাত্রার এই হঠাৎ বৃদ্ধিতে শীতের আমেজ কার্যত উধাও। তবে রাজ্যে জুড়ে কুয়াশা থাকবে আরও ২৪ থেকে ৪৮ ঘন্টা। বুধবার পর্যন্ত এরকমই আবহাওয়া থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর।  বুধবারে আবহাওয়ার পরিবর্তনের সম্ভাবনা। বিকেল থেকে বৃহস্পতিবার থেকে ফের কমতে শুরু করবে রাতের তাপমাত্রা। এক সপ্তাহান্তের মধ্যে ফিরে আসবে শীতের আমেজ। এরপর স্বাভাবিক বা তার কাছাকাছি থাকবে তাপমাত্রা।

এদিকে আবহাওয়া দপ্তর এও জানাচ্ছে, ২৯ শে ডিসেম্বর বৃহস্পতিবার পশ্চিমী ঝঞ্ঝা আসবে উত্তর-পশ্চিম ভারতে। বিপরীত ঘূর্ণাবর্ত রয়েছে উত্তর বঙ্গোপসাগরে। তবে মঙ্গলবারের পর এটি ক্রমশ শক্তি হারাবে বলেই ধারনা আবহাওয়বিদদের। এর পাশাপাশি গভীর নিম্নচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হয়েছে। শক্তি হারিয়ে এটি ক্রমশ পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হবে। আপাতত এটির অবস্থান শ্রীলঙ্কায়। দক্ষিণ বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রভাবে আগামী ২৪ ঘন্টায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা তামিলনাডু উপকূলে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা লাক্ষাদ্বীপ এলাকায়। সোমবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে কেরল সংলগ্ন উপকূলে। আবহাওয়া দপ্তর থেকে মৎস্যজীবীদের মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। এদিকে উত্তর ভারতে আগামী ২৪ ঘণ্টায় দেখা যাবে ঘন কুয়াশার দাপট। এই কুয়াশা দেখা যাবে পঞ্জাব হরিয়ানা এবং রাজস্থানে। ঘন কুয়াশার দাপট কমতে পারে।  তবে আগামী তিন চারদিন কুয়াশা থাকবে পাঞ্জাব হরিয়ানা রাজস্থান সহ সংলগ্ন এলাকায়। সঙ্গে আগামী ৪৮ ঘণ্টায় শৈত্য প্রবাহ বজায় থাকবে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, রাজস্থান, হিমাচল প্রদেশ এবং উত্তরাখন্ড এলাকায়। আগামী ২৪ ঘন্টায় এই রাজ্যগুলিতে চরম শৈত্য প্রবাহের সর্তকতা জারি হয়েছে আবহাওযা দপ্তর থেকে। এছাড়াও আগামী দু’দিন শৈত্য প্রবাহ চলবে সৌরাষ্ট্র এবং কচ্ছ এলাকায়। একইসঙ্গে আগামী ২৪ ঘণ্টায় শীতল দিনের পূর্বাভাস রয়েছে পঞ্জাব এবং হরিয়ানাতে। সঙ্গে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, আগামী ২৪ ঘন্টায় উত্তর পশ্চিম ভারতে আবহাওয়া একই রকম থাকবে। তারপর থেকে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। পূর্ব ভারতের রাজ্যগুলিতে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা একই রকম থাকবে আবহাওয়া। কোথাও কোথাও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। পরবর্তী দুই থেকে তিন দিনে তাপমাত্রা ফের কমবে। দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে পূর্ব ভারতের রাজ্যগুলিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 17 =