নববর্ষে চড়ল পারদ, শীতের আমেজ রয়েছে রাজ্যজুড়ে

নতুন বছরের প্রথম দিনে সর্বনিম্ন তাপমাত্রা বাড়লো। কলকাতায় এক রাতে তিন ডিগ্রি সেলসিয়াস পারদ চড়ল। শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের পরিস্থিতি আপাতত নয় বলেই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবার সকালে কুয়াশা থাকলেও পরে পরিষ্কার হয় আকাশ। বছরের প্রথম সপ্তাহ এরকমই থাকবে আবহাওয়া বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। সোমবারও বিক্ষিপ্তভাবে সকালের দিকে কুয়াশা হলেও পরে পরিষ্কার হয় আকাশ। বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। রবিবার মূলত পরিষ্কার আকাশ। সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা নজরে আসে। কলকাতাতেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস। এদিকে শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৪২ থেকে ৯১ শতাংশ। আগামী তিনদিন কলকাতার তাপমাত্রা ১৬ থেকে ২৭ ডিগ্রি সেলসিয়াস-এর মধ্যে থাকবে।

আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রাজ্য জুড়ে কুয়াশার সম্ভাবনা। বেশিরভাগ জেলাতেই সকালে হালকা মাঝারি কুয়াশার সম্ভাবনা। তবে খুব কম জায়গায় দেখা যাবে  ঘন কুয়াশা। দিনভর পরিষ্কার থাকবে আকাশ। দার্জিলিং, কালিম্পং-এর পার্বত্য এলাকায় রবিবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনার কথাও জানায় আবহাওয়া দপ্তর। দার্জিলিং ও কালিম্পং ছাড়া আপাতত রাজ্যের আর কোথাও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাজ্য জুড়ে আগামী তিন দিন শুষ্ক আবহাওয়া পরিষ্কার আকাশ। কলকাতার মতোই রাজ্যেও শীতের আমেজ থাকলেও জাঁকিয়ে শীতের কোনো সম্ভাবনা নেই। তবে আগামী তিনদিনে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় তাপমাত্রা কলকাতার তাপমাত্রার তুলনায় ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কম থাকতে পারে।

এদিকে উত্তর পশ্চিম ভারতে চলছে পশ্চিমী ঝঞ্ঝা। যার জেরে আগামী দু তিন দিনে অন্তত ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে উত্তর-পশ্চিম ভারতের রাজ্যগুলিতে। সমতলেও তাপমাত্রা নামার ইঙ্গিত আবহাওয়াবিদদের। মধ্য ভারতের বেশ কিছু রাজ্যে দু থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নামতে পারে। তবে পূর্ব ভারতে একই রকম পরিস্থিতি বজায় থাকবে আগামী তিন দিন। তারপর থেকে তাপমাত্রা ক্রমশ বাড়তে পারে। অন্তত ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর।  পাশাপাশি ঘন কুয়াশার সতর্কতা জারি হয়েছে দেশের রাজধানী দিল্লি সহ পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, উত্তরপ্রদেশ এবং বিহারে। আগামী চার থেকে পাঁচ দিন থাকবে এই ঘন কুয়াশা। এছাড়াও হালকা থেকে মাঝারি কুয়াশা আর বিক্ষিপ্তভাবে ঘন কুয়াশা থাকবে অসম, মেঘালয়, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরা ও অরুণাচল প্রদেশে। মঙ্গল ও বুধবার দিল্লিতে শৈত্য প্রবাহের সর্তকতা রয়েছে। শৈত্য প্রবাহ ইতিমধ্যেই চলছে হিমাচল প্রদেশ এবং রাজস্থানে। রাজস্থানে বৃহস্পতিবার পর্যন্ত এই শৈত্য প্রবাহ চলবে। রবি ও সোমবার পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়ের কিছু অংশে শীতল দিনের সম্ভাবনার কথাও জানিয়েছে আবহাওয়া দপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen + eight =