রাজ্য তাপমাত্রার গ্রাফ ঊর্ধ্বমুখী, হালকা বৃষ্টি দার্জিলিংয়ে

রাজ্যজুড়ে তাপমাত্রার গ্রাফ সামান্য হলেও ঊর্ধ্বমুখী, এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দপ্তর। রবিবাবর বড়দিনে দার্জিলিংয়ে  হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানায় আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে ঘন কুয়াশার দাপট ছিল উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি কুয়াশা নজরে এসেছে।  পরে পরিষ্কার হয় আকাশ। তবে তাপমাত্রা বৃদ্ধিতে কমেছে শীতের আমেজ। কলকাতায় সকালে নজরে এসেছে কুয়াশা। পরে পরিষ্কার হয় আকাশ। তাপামাত্রা বাড়ায় শীতের আমেজ মিলবে না সামনের কয়েকদিন। তবে বৃষ্টিরও সম্ভাবনা নেই। এদিন সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা কলকাতায় ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করেছে ৩৬ থেকে ৯৪ শতাংশের মধ্যে।

শুধু রবিবারই নয়, আগামী তিন দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দার্জিলিংয়ে। সোমবারেও বৃষ্টি হবে দার্জিলিং, মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। দক্ষিণবঙ্গেও সোমবার বৃষ্টির সম্ভাবনা বীরভূম এবং মুর্শিদাবাদে। মঙ্গলবারেও হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিংয়ে। তবে রাজ্যের বাকি কোথাও বৃষ্টির কোন সম্ভাবনা নেই। এদিকে রাত ও দিনের তাপমাত্রা ক্রমশ বাড়বে। ফলে রাজ্য জুড়ে শীতের আমেজ কার্যত উধাও আগামী কয়েক দিনের জন্য। আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টায় উত্তরবঙ্গে ঘন কুয়াশা এবং দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

এদিকে বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ ক্রমশ শ্রীলংকা উপকূলের দিকে এগোচ্ছে। আপাতত এটি দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হলেও সোমবার এটি পশ্চিম ও দক্ষিণ-পশ্চিম দিকে অগ্রসর হবে। ক্রমশ শ্রীলংকা ও কোমোরিন এলাকায় এই গভীর নিম্নচাপ অবস্থান করে আরব সাগরের দিকে এগিয়ে যাবে। এরই পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে একটি বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে উত্তর পশ্চিম ভারতে।

নিম্নচাপের প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় ভারী বৃষ্টির সতর্কতা তামিলনাড়ুতে সোমবার ভারী বৃষ্টি হবে কেরালাতে এবং মঙ্গলবার লাক্ষাদ্বীপ ও সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা। সেই কারণে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগর ও কোমরিন সংলগ্ন এলাকায় আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। অন্যদিকে কুয়াশার জন্য সতর্কবার্তা রয়েছে উত্তর-পশ্চিম ভারতের বেশ কিছু রাজ্যে এছাড়াও শৈত্য প্রবাহ ও শীতল দিনের পরিস্থিতি থাকবে উত্তর-পশ্চিম ভারতের সমতল এলাকায়। আগামী চার দিন ঘন কুয়াশায় ঢাকবে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড় এবং দিল্লির কিছু অংশ। এছাড়াও মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে। আগামী দু-দিন হিমাচল প্রদেশ, দিল্লি, রাজস্থান, উত্তরবঙ্গ, সিকিম, ওড়িশা, আসাম এবং ত্রিপুরা ও উত্তরপ্রদেশ রাজস্থানের কিছু এলাকা দেখা যাবে ঘন কুয়াশার দাপট।

আবহাওয়া অফিস থেকে দেওয়া হয়েছে শৈত্য প্রবাহের সতর্কবার্তাও। রাজস্থানের বিভিন্ন এলাকায় সিভিয়ার কোল্ড ওয়েভ চলবে আগামী তিন দিন। এছাড়াও আাগমী তিন দিন শৈত্য প্রবাহের পরিস্থিতি বজায় থাকবে রাজস্থান, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লিতে। আর হিমাচল প্রদেশে এই শৈত্যপ্রবাহ চলবে আগামী ২৪ ঘণ্টা। ফলে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রার অনেকটাই পতন হবে পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগ়ড়, দিল্লিতে। এরপর শীতের প্রকোপ কমলেও শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে আরও ২৪ ঘণ্টা। আগামী ৪৮ ঘণ্টায় শীতল দিনের পরিস্থিতি বজায় থাকবে রাজস্থানেও।

এদিকে পূর্ব ভারতে আগামী তিন দিন তাপমাত্রা বাড়বে বলেই জানানো হয়েছে আবহাওয়া দপ্তর থেকে। চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বিভিন্ন এলাকায়। তারপর থেকে পরবর্তী দুদিনে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা কমতে পারে। উত্তর-পশ্চিম ভারতে আগামী তিন দিনে তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। তারপর থেকে একই পরিস্থিতি বজায় থাকবে পরবর্তী কয়েকদিন। মধ্যপ্রদেশে আগামী দুদিন একই আবহাওয়া থাকবে। তারপর থেকে তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × 4 =