রাজ্য জুড়ে রবিবার থেকেই বাড়বে দিন ও রাতের তাপমাত্রা, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে সপ্তাহভর পরিলক্ষিত হবে শুষ্ক আবহাওয়া। বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। কমবে শীতের আমেজ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে উষ্ণতা। এদিকে কলকাতার ক্ষেত্রেও দেখা যাবে একই ছবি। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দিনের বেলায় শীতের আমেজ উধাও হবে। এদিকে শনিবার একরাতে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে বলে জানাল আবহাওয়া দপ্তর। আর এই তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে রীতিমতো উষ্ণতার ছোঁয়া কলকাতায়। রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.১ ডিগ্রি সেলসিয়াস। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ঘোরাফেরা করেছে ৪৪ থেকে ৯৪ শতাংশের মধ্যে।
এদিকে আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর পশ্চিম ভারতে সক্রিয় পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে । আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে পাকিস্তান ও আফগানিস্তানের ওপর। ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে রাজস্থান ও সংলগ্ন এলাকায়। এর পাশাপাশি জম্মু-কাশ্মীর, লাদাখ, কাশ্মীর ভ্যালি, মুজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে মঙ্গল ও বুধবারে প্রবল তুষারপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি আবহাওয়া দপ্তর থেকে এও জানানো হয়েছে, শিলা বৃষ্টি সহ দুর্যোগে বিপর্যস্ত হবে উত্তর-পশ্চিম ভারত। সোমবার ও মঙ্গলবার ব্যাপক শিলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা জম্মু ও কাশ্মীর, লাদাখ, মোজাফফরাবাদ এবং হিমাচল প্রদেশে। মঙ্গলবার প্রচুর শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরাখণ্ড, পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ে।