মেট্রোর যাত্রাপথেও বসতে চলেছে টিভি

এবার আরও বেশি উপভোগ্য হতে চলেছে মেট্রো যাত্রা। মেট্রো রেকে বসছে এলইডি টিভি। শুক্রবার এমনটাই জানানো হয় মেট্রো কর্তৃপক্ষের তরফ থেকে। একইসঙ্গে এও জানানো হয়, এখন থেকে সফরের সময়ই টিভিতে নানা অনুষ্ঠান দেখতে পাবেন তাঁরা। অর্থাৎ বলা যেতেই পারে  নতুন বছরে নয়া উপহার মেট্রোর তরফ থেকে। শুক্রবার মেট্রো রেলের  তরফে জানানো হয়, শীঘ্রই মেট্রোর সমস্ত এসি রেকে বসতে চলেছে এলইডি স্ক্রিন। মেট্রো কর্তৃপক্ষর তরফ থেকে এদিন জানানো হয়, প্রতিটি ট্রেনের কোচে দু’টি করে এলইডি টিভি বসবে। অর্থাৎ ১৬টি এসি রেকে ৩২ ইঞ্চির মোট ৩২টি এলইডি ইনস্টল করা হবে।যাতে সিনেমা থেকে গান, জনপ্রিয় গেম শো, খবর, গুরুত্বপূর্ণ ঘোষণা-সহ নানা অনুষ্ঠান দেখতে পাবেন যাত্রীরা। আর টিভির পর্দায় চোখ রেখেই যাত্রীরা পৌঁছে যাবেন গন্তব্যে।ফলে মেট্রোর গতি যেমন তিলোত্তমাবাসীর দীবনে গতি এনেছে তেমনই তার সঙ্গে এবার থাকছে মনোরঞ্জনের ব্যবস্থাও. আর এর জন্য কোনও আলাদ খরচাও গুণতে হবে না যাত্রীদের।

এরই পাশাপাশি এও জানা গেছে, শুক্রবারই ক্রেসান্দা সলিউশনস লিমিটেডের সঙ্গে এ নিয়ে চুক্তি হয় মেট্রোর। মেট্রো রেল ভবনে দুই পক্ষ থেকে সইসাবুদ করা হয়।যাত্রীদের বিনোদনের জন্য আপাতত এক বছরের চুক্তি হয়েছে বলে জানানো হয়েছে।মেট্রো কর্তৃপক্ষের আশা, এর ফলে টিকিট বিক্রি ছাড়াও অতিরিক্ত আয়ের মুখ দেখা সম্ভব হবে। তাছাড়া যাত্রীদের মেট্রো যাত্রাও হবে আরও সুখকর। উল্লেখ্য, এতদিন মেট্রো স্টেশনে দাঁড়িয়েই টিভি দেখা যেত। মেট্রোর নির্দিষ্ট চ্যানেলটিতে সিনেমার গান, খেলাধুলার খবর-সহ নানা গুরুত্বপূর্ণ ঘোষণা হয়ে থাকে। এবার মেট্রোয় উঠলেও তার রেশ থেকে যাবে যাত্রাপথেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 7 =