নিজস্ব প্রতিবেদন: সংশোধনাগারের আবাসিকদের স্বাস্থ্য পরিষেবার মান উন্নয়নের লক্ষ্যে রাজ্য সরকার ৮টি কেন্দ্রীয় সংশোধনাগারে টেলিমেডিসিন পরিষেবা চালু করেছে। রাজ্যে বর্তমানে প্রেসিডেন্সি, বাড়ুইপুর, দমদম, বহরমপুর, মেদিনীপুর, বর্ধমান, বালুরঘাট এবং জলপাইগুড়িতে ৮টি কেন্দ্রীয় সংশোধনাগার রয়েছে। টেলিমেডিসিন পরিষেবা চালু হওয়ার ফলে এইসব সংশোধনাগারের প্রায় ১২ হাজার আবাসিক উপকৃত হবেন বলে কারা দফতর সূত্রে জানা গেছে। আগামী দিনে রাজ্যের ৬০ টি সংশোধনাগারের প্রত্যেকটিতেই এই পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে। কারা দফতর জানাচ্ছে, জেলে হাসপাতাল ও চিকিৎসক থাকলেও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ প্রয়োজন হয় অনেক বন্দির। তখন তাঁদের সরকারি হাসপাতালে নিয়ে যেতে হয়।পুলিশকে নিরাপত্তার ব্যবস্থা করতে হয়। মহিলা বন্দিদের ক্ষেত্রে মহিলা পুলিশকর্মী দিতে হয়। বেশির ভাগ ক্ষেত্রেই হাসপাতালে সংশ্লিষ্ট চিকিৎসকের পথ চেয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। তাতে অর্থ ও সময় ব্যয় হয় অনেক। পাশাপাশি, বন্দিদের হাসপাতালে নিয়ে যাওয়ার ঝুঁকিও থাকে। জেলে টেলিমেডিসিন পরিষেবা চালু হলে এই সমস্যা থেকে মুক্তি মিলবে। ইন্টারনেট নির্ভর এই ব্যবস্থাপনার মাধ্যমে থাকবেন রোগী এবং সংশ্লিষ্ট জেলের চিকিৎসক, অপর প্রান্তে থাকা রাজ্য স্বাস্থ্য দফতরের বিশেষজ্ঞ চিকিৎসকের সঙ্গে কথা বলতে পারবেন। বিশেষজ্ঞ চিকিৎসক ই-প্রেসক্রিপশন দেবেন। জেল কর্তৃপক্ষ ওষুধের ব্যবস্থা করবেন। তবে কোনও ক্ষেত্রে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়ার বা ভর্তি করানোর পরামর্শ দিলে তা করা হবে।