আর জি করে প্রতিবাদী চিকিৎসকদের টেলিমেডিসিন পরিষেবা

কলকাতা : আন্দোলনের পাশাপাশি এবার টেলি মেডিসিন পরিষেবাও দিলেন জুনিয়র চিকিৎসকরা। এর নাম তাঁরা দিয়েছেন ‘অভয়া ক্লিনিক’৷ রবিবারও জুনিয়র চিকিৎসকদের তরফে আয়োজন করা হবে এই নামে এক স্বাস্থ্যশিবির৷

পশ্চিমবঙ্গ জুনিয়র ডক্টরস ফ্রন্টের তরফে জানানো হয়েছে, সহপাঠীর খুনের বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন থেকে সরে আসার প্রশ্নই নেই। তবে মানুষের সুবিধার্থে শনিবার থেকে প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা ২টো পর্যন্ত, ৪ ঘণ্টা টেলি মেডিসিন পরিষেবা দিতে শুরু করলেন তাঁরা।

আন্দোলনকারীদের তরফে জানানো হয়েছে, ৮৭৭৭৫৬৫২৫১, ৮৭৭৭৫৬৯৩৯৯, ৮৭৭৭৫৭৯৫১৭, ৬২৯০৩২৬০৭৯ এই নম্বরগুলিতে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাওয়া যাবে টেলি মেডিসিন পরিষেবা।

আন্দোলনকারীরা জানিয়েছেন, আমাদের ৫ দফা দাবির একটাও পূরণ হয়নি। সেকারণে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। আমরা পুলিশ কমিশনারের পদত্যাগ দাবি করছি। প্রয়োজনে তাঁকে তদন্তের আওতায় আনতে হবে। আমরা লালবাজার অভিযানে নামব। দীর্ঘদিন ধরে তদন্তের কোনও অগ্রগতি না হওয়ায় আমাদের মনে হয়েছে আমরা অবিচারের অন্ধকারে ডুবে রয়েছি। আগামী ৫ তারিখ সুপ্রিম কোর্টের দিকে তাকিয়ে আছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 − seven =