অনশন থেকে তুলে হাসপাতালে ভর্তি করা হল ওয়াইএসআর তেলঙ্গানা পার্টির প্রধানকে

অনশনে বসা বিরোধী নেত্রী ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টির প্রধান ওয়াই এস শর্মিলাকে অনশন স্থল থেকে তুলে হাসপাতালে নিয়ে গেল পুলিশ।এই ঘটনায় উত্তপ্ত  তেলেঙ্গানা রাজ্য রাজনীতি। কারণ, ওয়াই এস শর্মিলাকে জোর করে পুলিশ হাসপাতালে নিয়ে গিয়েছে বলে অভিযোগ তাঁর দলের অন্যান্য নেতাকর্মীদের। প্রসঙ্গত,  শুক্রবার থেকে তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের বিরুদ্ধে অনশনে বসেন শর্মিলা। গত সপ্তাহ থেকে তাঁর দল ওয়াইএসআরটিপি  তেলঙ্গানার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলন শুরু করেছে।সূত্রে খবর. অনশনের কারণে ওয়াই এস শর্মিলার স্বাস্থের অবনতি হতে থাকে। আর সেই কারণেই  তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় বলে তেলেঙ্গানা প্রশাসন সূত্রে খবর। এদিকে হাসপাতাল সূত্রে খবর, ওয়াই এস শর্মিলার রক্তচাপ এবং রক্তে গ্লুকোজের মাত্রা উদ্বেগজনক ভাবে কমে গিয়েছে।ডিহাইড্রেশন নিয়েও চিন্তিত চিকিৎসকরা।এর ফলে তাঁর কিডনিতেও চাপ পড়ার আশঙ্কা ছিল বলে দাবি চিকিৎসকদের। এখানে শর্মিলা সম্পর্কে বলতেই হয়, অবিভক্ত অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী প্রয়াত ওয়াই এস রাজশেখর রেড্ডির মেয়ে, অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগন রেড্ডির বোন শর্মিলা।

প্রসঙ্গত, কেসিআর-এর নেতৃত্ব চলা তেলঙ্গানা সরকরের বিরোধিতায় ‘প্রজা প্রস্থানম’ পদযাত্রা করছেন ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টির নেত্রী ওয়াই এস শর্মিলা। সেই পদযাত্রা নিয়েই সরকারের সঙ্গে তাঁর বিবাদ চরমে ওঠে। গত এক সপ্তাহে বারাবার ওয়াই এস শর্মিলাকে আটক করে পুলিশ।গত সপ্তাহে পুলিশ তাঁকে টানতে টানতে গাড়িতে তুলছে এমন ছবিও সামনে আসে।এরপরই শুক্রবার অনির্দিষ্টকালের জন্য অনশনে বসেন এই বিরোধী নেত্রী। ওয়াইএসআর তেলেঙ্গানা পার্টি তরফ থেকে এও জানানো হয়েছে, অনশনের সময় জলও মুখে দেননি তাঁদের নেত্রী।এরপরই শনিবার রাত একটার পরে পুলিশ অনশন মঞ্চে এসে কার্যত জোর করে ওয়াই এস শর্মিলাকে  হাসপাতালে নিয়ে যায়।এই ঘটনার আগে রবিবার রাতে শর্মিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে গোটা অনশন চত্বর ফাঁকা করে দেয় পুলিশ। সংবাদ মাধ্যম, দলের নেতা-কর্মীদের সরিয়ে দেওয়া হয়।সূত্রে খবর, হায়দরাবাদের জুবিলি হিলসের অ্যাপেলো হাসপাতালে আপাতত চিকিৎসা চলছে শর্মিলার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 18 =