পাটনা : রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-এর জাতীয় কার্যকরী সভাপতি হলেন তেজস্বী যাদব। রবিবার লালু প্রসাদ যাদবের ছেলে, আরজেডি নেতা তেজস্বী যাদব দলের কার্যকরী সভাপতি নিযুক্ত হন।
আরজেডি নেতা তেজস্বী যাদবকে আরজেডির কার্যকরী সভাপতি নিযুক্ত করা প্রসঙ্গে আরজেডি নেত্রী মিশা ভারতী বলেন, “আমি তাঁকে অভিনন্দন জানাই। এটি দল এবং বিহারের জনগণের জন্য আনন্দের বিষয়।
আরজেডি-র এখন একজন সভাপতি এবং একজন কার্যকরী সভাপতি রয়েছে। আমরা তাদের নেতৃত্বে কাজ করব। বৈঠকে এই সমস্ত বিষয়ে আলোচনা হয়েছে। তেজস্বীকে একটি বিশাল দায়িত্ব দেওয়া হয়েছে।”

