পাটনা : তেজস্বী যাদবই মহাজোটের মুখ। বৃহস্পতিবার যৌথ সাংবাদিক সম্মেলনে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী হিসেবে আরজেডি নেতা তেজস্বী যাদবের নাম ঘোষণা করা হয়।
উপ-মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে ঘোষণা করা হয়েছে বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি)-র প্রধান মুকেশ সাহানিকে। কংগ্রেস নেতা অশোক গেহলট বলেন, “আমরা অমিত শাহজি এবং তাঁদের দলের সভাপতিকে জিজ্ঞাসা করতে চাই, আপনার জোটের মুখ্যমন্ত্রীর মুখ কে?”
মহাজোটের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে তেজস্বী যাদবের নাম ঘোষণা করার পর, কংগ্রেসের বর্ষীয়ান নেতা অশোক গেহলট বলেছেন, “স্বাভাবিকভাবেই, তেজস্বীর নামই হওয়ার কথা ছিল। রাহুল গান্ধী এবং অন্য সকলের মনে তার নাম ছিল, যে তেজস্বী যাদবই হবেন আমাদের মুখ্যমন্ত্রীর মুখ।”

