মুর্শিদাবাদ : ক্রিকেট নাকি সিরিয়াল, টিভিতে কী দেখা হবে, তা নিয়ে বচসার জের। অভিমানে আত্মঘাতী মুর্শিদাবাদের সামশেরগঞ্জের কিশোর। ঘর থেকে উদ্ধার হয়েছে ঝুলন্ত দেহ।
পুলিশ জানিয়েছে, মৃত ওই কিশোরের নাম বিট্টু কর্মকার। বয়স ১৭ বছর। মঙ্গলবার রাতে জিয়াতকুণ্ডুর বাড়িতে পরিবারের সদস্যদের সঙ্গে বসে একসঙ্গে বসে টিভি দেখছিল ওই কিশোর। দুই ভাই, এক বোনের মধ্যে সকলের ছোট বিট্টু।
মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল ছিল। স্বাভাবিকভাবেই কিশোর খেলা দেখতে চাইছিল। এদিকে পরিবারের লোকজন সেইসময় সিরিয়াল দেখতে চাইছিলেন। বিট্টু বারবার খেলা দেখতে চাইলেও বাড়ির কেউ রিমোট দিতে রাজি হননি বলেই খবর। একপর্যায়ে তাঁদের মধ্যে অশান্তি হয়ে যায়।
ইতিমধ্যেই পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। কান্নায় ভেঙে পড়েছে পরিবার।

